Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:০৮, ২১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১০:০৩, ২১ সেপ্টেম্বর ২০২১

আফগানিস্তানে নিষিদ্ধ হলো আইপিএলের সম্প্রচার

আফগানিস্তানে ক্ষমতা তালেবানদের হাতে যাওয়ার পর থেকেই ক্রীড়াঙ্গনের প্রচলন নিয়ে নানা প্রশ্ন উঠছে। এবার দেশটিতে বন্ধ হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচার। 

জানা গেছে, নারীদের সংশ্লিষ্টতার কারণে এই টুর্নামেন্ট নিষিদ্ধ করা হয়েছে। চিয়ার লিডার্সদের নাচ এবং খোলা চুলের নারীদের উপস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) মিডিয়া ম্যানেজার ইব্রাহিম মোমান্দ। 

আইপিল সম্প্রচার প্রসঙ্গে টুইটারে তিনি লিখেছেন, ‘আফগানিস্তানের জাতীয় রেডিও, টেলিভিশনে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হলো। এখানে মেয়েদের নৃত্য এবং খোলা চুলে তাদের উপস্থিতিসহ নানা ধরনের ইসলাম বিরোধী বিষয় প্রদর্শন করা হয়।’

এবারের আইপিএলে খেলবেন বেশ কয়েকজন আফগানিস্তানের তারকা ক্রিকেটারও। রশিদ খান, মোহাম্মদ নবী ও মুজিব উর রহমানদের খেলা দেখতে পারবেন না দেশটির মানুষ। এর আগে আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধ করেছে তালেবান সরকার।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়