Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৯, ২২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২০:৫২, ২২ সেপ্টেম্বর ২০২১

সাফের জন্য দল ঘোষণা, নতুন মুখ এলিটা

মালদ্বীপে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন জাতীয় দলের নতুন কোচ অস্কার ব্রুজন। এতে সুযোগ পেয়েছেন নাইজেরিয়া থেকে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলে।

বাংলাদেশ দল সাফে সেমিফাইনাল খেলেছে সর্বশেষ ২০০৯ সালে। এরপর টানা চার সাফে গ্রুপ থেকে বিদায়। এবার অবশ্য খেলার ফরম্যাট ভিন্ন। পাঁচ দল রাউন্ড রবিন লিগ খেলবে। রাউন্ড রবিন লিগ শেষে শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। অস্কার সরাসরি ফাইনাল খেলার কথা না বললেও পরোক্ষভাবে ফাইনালে চোখ রেখেছেন। 

বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দল ঘোষণায় তেমন কোন চমক দেখা যায়নি।

এখনো ফিফা ও এএফসি থেকে ছাড়পত্র পাননি কিংসলে। ছাড়পত্র না পাওয়া অবধি বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে পারবেন না তিনি।

তিনি ছাড়া সর্বশেষ ২০১৯ সালে বাংলাদেশের হয়ে খেলা জুয়েল রানাও দলে জায়গা করে নিয়েছেন।

এছাড়া আরো ফিরেছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, চিটাগাং আবাহনীর মিডফিল্ডার মানিক হোসেন মোল্লা,বসুন্ধরা কিংসের আতিকুর রহমান ফাহাদ।

কিরগিজস্তানের তিন জাতি টুর্নামেন্টের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন কানাডা প্রবাসী রাহবার খান স্মরণ ও ফ্রান্স প্রবাসী তাহমিদ ইসলাম। এছাড়া বাদ পড়েছেন মিতুল মারমা।

বাংলাদেশ প্রাথমিক স্কোয়াড

গোলকিপার: আনিসুর রহমান জিকো, শহীদুল আলম ও আশরাফুল ইসলাম রানা।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, তারিক কাজী, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, মেহেদী হাসান, আতিকুজ্জামান, টুটুল হোসেন বাদশা।

মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা, সাদ উদ্দীন, জামাল ভূঁইয়া, রাকিব হোসেইন, মানিক হোসেন মোল্লা।

ফরোয়ার্ড: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, এলিটা কিংসলে, সুমন রেজা, জুয়েল রানা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়