Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৮ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৮:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০২১

ম্যাচ জিতেও শাস্তি পেলেন কলকাতার খেলোয়াড়রা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বৃহস্পতিবার সাত উইকেটের জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে ম্যাচ জিতেও শাস্তি পেলেন কলকাতার খেলোয়াড়রা। 

স্লো ওভার রেটের জন্য শাস্তি পেয়েছেন তারা। শাস্তি হিসেবে কলকাতার প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেয়া হয়েছে।

এবারের আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বার স্লো ওভার রেটের কারণে আলাদাভাবে জরিমানা করা হয়েছে অধিনায়ক ইয়ন মরগ্যানকে।

আইপিএলের তরফে বলা হয়েছে, এই মৌসুমে দ্বিতীয়বার ওভার রেটের নিয়ম ভেঙেছে কলকাতা। তাই দলটির অধিনায়ককে ২৪ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। এছাড়া প্রথম একাদশে থাকা ক্রিকেটারদের প্রায় ৬ লক্ষ টাকা করে কেটে নেয়া হয়েছে।

মাঠে অবশ্য মুম্বাইকে পর্যুদস্ত করেছে কলকাতা। প্রথমে ব্যাট করে ১৫৫ রান তোলেন রোহিতরা। মুম্বাইয়ের দুই ওপেনার যেভাবে শুরু করেছিলেন তাতে আরো বেশি রান উঠতে পারত। কিন্তু মাঝের ওভারে দুর্দান্তভাবে ফিরে আসে কলকাতা।

ব্যাট করতে নেমে মুম্বাইয়ের দেওয়া ১৫৬ রানের লক্ষ্যকে সহজ করে দেন ভেঙ্কটেশ আইয়ার এবং রাহুল ত্রিপাঠি। দু’জনেই অর্ধ শতরান করেন। আইয়ার আউট হয়ে গেলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রাহুল। সাত উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় কলকাতা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়