Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:১৮, ২৪ সেপ্টেম্বর ২০২১

জাতীয় দলে এলিটা কিংসলের খেলা নিয়ে অনিশ্চয়তা

এলিটা কিংসলে

এলিটা কিংসলে

নাইজেরিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি এলিটা কিংসলে ডাক পেয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। অনুশীলনও করছেন। কিন্তু বাংলাদেশের জার্সিতে খেলতে কিংসলের প্রয়োজন ফিফার অনুমোদন। 

বাফুফে সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু নতুন এই বাংলাদেশির জাতীয় দলে অভিষেক হওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। কেননা শুক্রবার পর্যন্ত পাওয়া যায়নি ফিফার ‘ইয়েসকার্ড’। 

শুক্রবার বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন জাতীয় দলের অনুশীলন দেখতে গিয়েছিলেন। তখন কিংসলের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন, ‘এএফসি ও ফিফা কি করবে, না করবে-সেটা আমি এখান থেকে বলতে পারব না। আমাদের যতটুকু চেষ্টা করার, করছি। তাছাড়া কিংসলে দলে আসলে যে আমার আক্রমণভাগ বদলে যাবে, এটাও ঠিক না। আমাদের তার ফিটনেস, বর্তমান অবস্থা দেখতে হবে এবং সে কোচের দলে সেট করতে পারবে কিনা, সেটাও একটা প্রশ্ন। তাই এই বিষয়টি পুরোই ধোঁয়াশা।’

বাফুফেও এলিটা কিংসলেকে নিয়ে দৌঁড়ঝাপ আর করবে না মনে হলো সভাপতি কাজী মো. সালাউদ্দিনের কথায়। তিনি বলেন, ‘এটা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাচ্ছি না। কারণ, এক. আমার কাছে ফিফা-এএফসির কাগজ হাতে নেই। দুই. আমার কোচ অস্কার বলেননি সে এক নম্বর।’

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়