Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২১:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০২১

বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের পরামর্শক মাহেলা জয়াবর্ধনে

মাহেলা জয়াবর্ধনে

মাহেলা জয়াবর্ধনে

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে শ্রীলঙ্কা দলের পরামর্শক হিসেবে থাকছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে।

বর্তমানে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচের দায়িত্ব পালন করছেন জয়াবর্ধনে। আগামী ১৫ অক্টোবর হবে টুর্নামেন্টেটির ফাইনাল। এরপর জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপেও থাকবেন তিনি।

এছাড়া আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে জয়াবর্ধনে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও কাজ করবেন পাঁচ মাস। 

তার দায়িত্ব নেওয়া প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলছেন, ‘নতুন ভূমিকায় মাহেলাকে স্বাগত জানিয়ে আমরা সত্যিই খুব খুশি। ওর উপস্থিতিতে শ্রীলঙ্কার সিনিয়র ও অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা অনেক উপকৃত হবে।’ 

সর্বকালের অন্যতম সেরা ব্যাটারদের তালিকায় থাকবেন জয়াবর্ধনে। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক নিজেও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। ২০১৪ সালে ভারতকে হারিয়ে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়। কিন্তু ২০১৬ সালে শ্রীলঙ্কা গ্রুপ পর্বেই ছিটকে যায়। এবার দেখার পালা জয়াবর্ধনের উপস্থিতিতে মরুদেশে শ্রীলঙ্কা কেমন পারফর্ম করে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়