স্পোর্টস ডেস্ক
আপডেট: ২২:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২১
টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মঈন আলী

মঈন আলী
টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। সোমবার (২৭ সেপ্টেম্বর) খবরটি নিশ্চিত করে ইসিবি।
সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিলেও জাতীয় দলের হয়ে সাদা বলের ক্রিকেট খেলে যাবেন ৩৪ বছর বয়সী তারকা।
অবসর প্রসঙ্গে মঈন আলী বলেন, ‘এখন আমার বয়স ৩৪ বছর। যতদিন পারি ততদিন খেলে যেতে চাই এবং ক্রিকেটকে উপভোগ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘টেস্ট ক্রিকেট বিস্ময়কর। এটা অন্য ফরম্যাটের চেয়ে অনেক ভালো। তবে আমি টেস্ট ক্রিকেট মিস করব।’
ইয়ান বোথাম, গ্যারি সোবার্স ও ইমরান খানদের মতো কিংবদন্তি অলরাউন্ডারদের চেয়ে কম টেস্ট খেলে ২ হাজার উইকেট ও ১০০ উইকেট পেয়েছেন মঈন আলী। মাত্র ১৫ জন ইংলিশ বোলার তার চেয়ে বেশি টেস্ট উইকেট পেয়েছেন।
মঈন আলী ৬৪ টেস্টে ২৮.২৯ গড়ে ব্যাট হাতে নিয়েছেন ২,৯১৪ রান এবং বল হাতে ৩.৬১ ইকোনোমি রেটে নিয়েছেন ১৯৫ উইকেট। তার টেস্ট অভিষেক হয় ২০১৪ সালে, লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরির দেখা পান মঈন আলী। ২০১৬ সাল স্মরণীয় হয়ে আছে তার জন্য। টেস্টের পাঁচ সেঞ্চুরির ৪টিই করেছেন তিনি এই বছরে।
তবে গত পাঁচ বছরে আর সেঞ্চুরির দেখা পাননি মঈন। অবশ্য বল হাতে দলে কার্যকরী ভূমিকা রেখে গেছেন তিনি। ২০১৭ সালে ঘরের সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করেন এই স্পিন অলরাউন্ডার। সেই সিরিজে ২৫ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য সিরিজও হন মঈন।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা