স্পোর্টস প্রতিবেদক
আপডেট: ১২:০৬, ৩ অক্টোবর ২০২১
বিশ্বকাপের উদ্দেশ্যে আজ ওমানে যাচ্ছেন টাইগাররা

আগামী ১৭ অক্টোবর বেজে উঠবে বিশ্বকাপের দামামা। বৈশ্বিক আসরটির শুরুর দিনেই লড়বে বাংলাদেশ। আর সে লক্ষ্যে আজ ওমানের উদ্দেশে রওয়ানা হবেন মাহমুদউল্লাহ বাহিনী।
বাংলাদেশ বিমানের ভাড়া করা ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১০.৪৫ মিনিটে মাসকটের উদ্দেশে দেশ ছাড়বেন টাইগাররা। সেখানে এক দিনের কোয়ারেন্টাইন শেষে কন্ডিশনিং ক্যাম্পের অনুশীলন করবে বাংলাদেশ দল।
যদিও বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি প্রায় ১৪ দিনের মত। তবে সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই আগেভাগে যাওয়া। ওমান ও আমিরাতে কন্ডিশনিং ক্যাম্প ও বিশ্বকাপ মিশন মিলিয়ে প্রায় দেড় মাসের সফর টাইগারদের। সফরে কোচিং স্টাফদের ওমানে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ আমিরাতে আইপিএল খেলা সাকিব-মোস্তাফিজ দলে যোগ দিবেন ৯ অক্টোবর।
গতকাল দলের সবার কোভিড টেস্ট করানো হয়েছে। কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার কারণে ওমানে কোয়ারেন্টিনে থাকতে হবে না টাইগারদের। তবে দেশ ছাড়ার আগে ও ওমানে পৌঁছার পর কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে মুশফিক-রিয়াদদের।
মরুর দেশ ওমানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে মাসকটে পাঁচ দিনের একটি কন্ডিশনিং ক্যাম্পের ব্যবস্থা করেছে বিসিবি। নিজেদের খরচে ৫ অক্টোবর থেকে শুরু হবে অনুশীলন। চারদিন ক্যাম্প করে আইসিসির তত্ত্বাবধানে ঢুকে যাবে দল। ৯ অক্টোবর বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানেও বাংলাদেশ দলকে একদিনের কোয়ারেন্টাইন করতে হবে। এরপর ১২ ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরের দিন ফিরে যাবে ওমানে। সেখানেই শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।
বিশ্বকাপের উদ্বোধনী দিনে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহরা। পরে ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে।
আইনিউজ/এসডি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা