Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৫, ৫ অক্টোবর ২০২১
আপডেট: ০৮:৫৪, ৬ অক্টোবর ২০২১

রাত পোহালেই বিসিবির নির্বাচন

রাত পোহালেই বুধবার সকাল ১০টায় শুরু হচ্ছে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। পরিচালকদের ২৫টি পদ থাকলেও কেবল ১৬ পদের জন্যই বিসিবি কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিসিবির নির্বাচন প্রসঙ্গে প্রিজাইডিং অফিসার ফরহাদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘সবমিলিয়ে ১২৭ জন ভোট দিবে। মোট ভোটার ১৭৩ (১৭১) জন, কিন্তু বাকিরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না। কারণ, ইতোমধ্যে ওখানে নির্বাচিত হয়ে গেছেন। ৫৭ জন ই-ভোট ও পোস্টাল ব্যালটে এবং বাকিরা সশরীরে এসে ভোট দেবেন।’

এবার সশরীরে বিসিবিতে এসে ভোট দিতে না পারলেও কাউন্সলিরদের ভোট দেওয়ার সুযোগ ছিল মেইল বা চিঠির মাধ্যমে। ইতোমধ্যে ই-ব্যালট প্রক্রিয়ায় অনেকেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে সেই ভোটগুলো এখনো গণনা শুরু হয়নি।

ফরহাদ হোসেন বলেন, ‘আপনারা জানেন ই-ভোট ও পোস্টাল ব্যালট আমরা ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছি। এটা আমরা আগামীকাল ৫ টার মধ্যে চেক করবো। সে হিসেবে সকল প্রস্তুতিই সম্পন্ন। আমাদের ভোট প্রক্রিয়া যখন সম্পন্ন হবে তখন এগুলো ওপেন করবো।’

ফলাফল কবে জানানো হবে সেটিই চূড়ান্ত করেছেন ফরহাদ ‘বেসরকারিভাবে আগামীকালই এটা ঘোষণা করা হবে, আর চূড়ান্তভাবে তারপরের দিন পাবেন আপনারা।’

বিসিবির পরিচালনা পর্ষদে থাকবেন ২৫ পরিচালক। ২৩ পরিচালক আসবেন তিনটি ক্যাটাগরি থেকে। বাকি দুই জন বোর্ডে আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আবারও বোর্ডের পরিচালক হচ্ছেন।

বাকি ২৩ পরিচালকের মধ্যে ৭জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। তারা হচ্ছেন -আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), এডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ) ও আলমগীর খান আলো (বরিশাল বিভাগ)। এদের বাদ দিয়ে বাকি ১৬ পরিচালক পদে নির্বাচন হতে যাচ্ছে।

এবারের নির্বাচনে কোন প্যানেল না থাকায় ৩ ক্যাটাগরিতে মোট ৩২ জন প্রার্থী মনোয়নপত্র কিনেছিলেন। তবে ক্লাব ক্যাটাগরির শওকত আজিজ রাসেল নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে ৩১ জনকে নিয়েই নির্বাচনী কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। যদিও সময়সীমা শেষ হওয়ার পর নিজের নাম সরিয়ে নিতে চেয়েছিলেন ঢাকা জেলা ও বিভাগ ক্যাটাগরির খালিদ হোসেন। তবে প্রত্যাহারের সময় শেষ হওয়ায় ব্যালটে নাম থাকবে তার।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়