Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৫৮, ৯ অক্টোবর ২০২১
আপডেট: ২২:১৩, ৯ অক্টোবর ২০২১

এক নজরে আইপিএলের প্লে অফের সূচি

করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর ফের মাঠে গড়িয়েছে ১৯ সেপ্টেম্বর। এরই মধ্যে শেষ হয়েছে লিগ পর্বের খেলা। এখন শুরু হবে নক আউট পর্বের লড়াই।

৬ ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে অফের চার দল। দিল্লি আগেই লিগ টেবিলের এক নম্বর স্থান নিশ্চিত করেছিল। দুই নম্বরে থেকে লিগ শেষ করেছে চেন্নাই সুপার কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তিন ও কলকাতা নাইট রাইডার্স চার নম্বরে থেকে প্লে অফে জায়গা করে নিয়েছে।

শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের শেষ ম্যাচে জিতে কলকাতার মতোই ১৪ পয়েন্ট সংগ্রহ করে। তবে নেট রান রেটে পিছিয়ে পড়ায় তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়। আরসিবি শেষ ম্যাচে দিল্লিকে হারিয়ে চেন্নাইয়ের মতোই ১৮ পয়েন্টে থেকে লিগের খেলা শেষ করে। কিন্তু নেট রান রেটে পিছিয়ে থাকায় তাদের খেলতে হবে এলিমিনেটর।

এক নম্বর দল দিল্লি ক্যাপিটালস ও দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংস প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামবে। এর আগে একনজরে দেখে নিন আইপিএল ২০২১-এর প্লে অফের সূচি।

প্রথম কোয়ালিফায়ার:

দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস
১০ অক্টোবর, রোববার, রাত ৮ টা, দুবাই।

এলিমিনেটর:

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স
১১ অক্টোবর, সোমবার, রাত ৮ টা, শারজাহ।

দ্বিতীয় কোয়ালিফায়ার:

প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের বিজয়ী দল
১৩ অক্টোবর, বুধবার, রাত ৮ টা, শারজাহ।

ফাইনাল:

প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী
১৫ অক্টোবর, শুক্রবার, রাত ৮ টা, শারজাহ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়