Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ১১ অক্টোবর ২০২১
আপডেট: ১৪:৫৬, ১১ অক্টোবর ২০২১

অ্যাশেজের জন্য ইংল্যান্ডের ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা

আগামী ১৮ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর কথা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ও মর্যাদার লড়াই অ্যাশেজ সিরিজ। সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

করোনা ও বায়োবাবল ঝক্কির কারণে এবারের অ্যাশেজ হবে কিনা, তা নিয়ে এখনও সংশয় রয়ে গেছে। তবে আজ (সোমবার) জো রুটকে অধিনায়ক রেখে দল ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড।

চোট থাকার পরও দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড। কাফের (পায়ে) চোট থেকে দ্রুত সেরে উঠছেন তিনি। তবে ইনজুরির কারণে নেই দুই তারকা পেসার জোফরা আর্চার আর স্যাম কুরান।

অ্যাশেজে থাকছেন না ইংল্যান্ডের সেরা অলরাউন্ডার বেন স্টোকসও। মানসিক অবসাদ ও আঙুলের অস্ত্রোপচারের কারণে দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে দূরে আছেন তিনি।

ইংল্যান্ড দল

জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ডম বেস, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন, ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়