Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:২৪, ১৬ অক্টোবর ২০২১
আপডেট: ১৬:০৯, ১৬ অক্টোবর ২০২১

ওমানে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

বিশ্বকাপের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে রোববার মাঠে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় রাত ৮টায় স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে টাইগাররা। এই ম্যাচের আগে আজ (শনিবার) ওমানে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ শেষ করে দুবাই থেকে আজ সকালে ওমানে আসেন সাকিব। এক জৈব সুরক্ষা বলয় থেকে আরেক জৈব সুরক্ষা বলয়ে আসায় আলাদা করে কোয়ারেন্টাইনের দরকার নেই তার। সরাসরি যোগ দিতে পারবেন দলের সঙ্গে।

বিশ্বকাপ শুরুর আগে আজ শেষবারের মতো অনুশীলন নামবে টাইগাররা। কলকাতা নাইট রাডার্সের হয়ে টানা আইপিএল খেলার ধকল ও দুবাই থেকে ওমান জার্নির পর আজ সাকিব দলের সঙ্গে অনুশীলনে নামবেন কিনা সেটি অবশ্য নিশ্চিত করতে পারেনি টিম ম্যানেজমেন্ট।

এবারের আইপিএলে ফাইনালে উঠেছিল সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। সেখানে অবশ্য হেরে গেছে কেকেআর। ফাইনালে ভালো করতে পারেননি সাকিবও। বল হাতে ৩ ওভারে ৩৩ রান দেওয়ার পর আউট হন শূন্য রান করে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়