Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৩ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩২, ২৩ অক্টোবর ২০২১
আপডেট: ২১:৩৪, ২৩ অক্টোবর ২০২১

লজ্জাজনক সর্বনিম্ন রানের রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ

টি টোয়েন্টি বিশ্বকাপের শুরু লজ্জাজনকভাবেই করলো ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশ বোলার আদিল রশিদ—মঈন আলীর দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবিয়ানরা ১৪.২ ওভারে অলআউট হয়েছেন মাত্র ৫৫ রানে। আর তাতেই গড়েছে তাদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড।

এর আগে ক্যারিবিয়ানরা সর্বনিম্ন ১০১ রানে লংকানদের বিপক্ষে অলআউট হয়েছিলেন।

সুপার টুয়েলভে শুরুর দিনে দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে খুব বাজে শুরু করেন সিমন্স-এভিন লুইস। বল হাতে দুর্দান্ত ছিলেন দুই ইংলিশ স্পিনার মঈন আলী ও আদিল রশিদ। অভিজ্ঞ পেসার টাইমাল মিলস চার ওভারে ১৭ রান দিয়ে নেন ২টি উইকেট। হ্যাটট্রিকের সুযোগ তৈরি করা আদিল রশিদ ২.২ ওভারে নেন ৪ উইকেট। দুটি উইকেট নিয়েছেন মঈন আলী।

ক্যারিবিয়ানদের ইনিংসের সর্বোচ্চ ১৩ রান করেন ক্রিস গেইল। এছাড়া আর কোনো ব্যাটারই স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের সংখ্যা। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৯ রান আসে হেটমোরের ব্যাট থেকে। ৬ রান করেন অধিনায়ক কাইরন পোলার্ড।

এদিন শুরুতে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে ধাক্কা দেয় ক্রিস ওকস। পরে মঈন আলী তুলে নেন সিমন্সকে। বর্তমান চ্যাম্পিয়নরা পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়ে তুলতে পারে ৩১ রান।

ক্যারিবিয়ানদের হয়ে শেষের দিকে স্পিনার আখিল হোসেন করেন ৬ রান। তাতেই ক্যারিবিয়ানরা গড়ে তাদের সর্বনিম্ন রান ও টি-টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন রান।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়