Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ জুন ২০২৫,   আষাঢ় ১৫ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০২২

আফগানদের ১৯৩ রানের টার্গেট দিলো টাইগাররা

শুরুর দশ ওভার শেষে তামিম ইকবাল আউট হওয়ার পর যখন লিটন দাস ও সাকিব আল হাসান ব্যাট করছিলেন, তখন মনে হচ্ছিল আজও বড় স্কোর গড়বে বাংলাদেশ। কিন্তু সেটি আর হয়নি। পরবর্তী ব্যাটারদের ব্যর্থতায় ৪৬.৫ ওভারে ১৯২ রানেই অলআউট হয়ে গেছে তামিম বাহিনী।

জয়ের জন্য এখন আফগানিস্তানকে করতে হবে ১৯৩ রান।

হোয়াইটওয়াশের মিশনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তামিম। ব্যাট হাতে টাইগারদের শুরুটা ছিল অনেক ধীরগতির। দেখে-শুনেই খেলছিলেন দুই ওপেনার। অবশেষে পাওয়ার প্লের দশ ওভার শেষেফজলহক ফারুকিক করা বলে সাজঘরে ফেরেন তামিম। আউট হওয়ার আগে করেন ১১ রান।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার লিটন দাস এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মিলে তুলেন ৬১ রানের জুটি। এ সময় মনে হচ্ছিল বড় সংগ্রহের দিকেই যাচ্ছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। কিন্তু ব্যক্তিগত ৩০ রানে সাকিব আউট হওয়ার পর হুট করেই আরও দুই উইকেট হারায় স্বাগতিকরা। ৭ রানে মুশফিক এবং ১ রানে আউট হন রাব্বি।

এরপর আপনতালে খেলতে থাকা লিটন কুমার দাস ব্যক্তিগত ফিফটি করার পর এগোচ্ছিলেন টানা দ্বিতীয় সেঞ্চুরির পথে। কিন্তু কিন্তু মোহাম্মদ নবির বলে গুলবাদিন নায়েবের হাতে ক্যাচ তুলে দিলে সেঞ্চুরি পূর্ণ করা হয়নি লিটনের। আউট হওয়ার আগে করেছেন ৮৬ রান।

কিছুক্ষণ পর মাত্র ৫ রান করে আউট হন আফিফ হোসেন। এরপর শূন্যরানে তাসকিন, ৭ রানে শরিফুল এবং ১ রান করে আউট হন মোস্তাফিজুর রহমান। আর ২৯ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়