Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ জুন ২০২৫,   আষাঢ় ১৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:১৬, ২২ মার্চ ২০২২

বিশ্বকাপে ভারতের কাছে বাংলাদেশের মেয়েদের বড় হার

টি-টোয়েন্টিতে জয় পেলেও ওয়ানডে ফরম্যাটে কখনো ভারতকে হারাতে পারেনি বাংলাদেশের নারীরা। চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে টাইগ্রেসদের সামনে এসেছিল ইতিহাস গড়ার হাতছানি। তবে সেখানে সফল হতে পারেনি নিগার সুলতানা জোতির দল।

টানা দুই ম্যাচে দুর্দান্ত খেলার পর ভারতের বিপক্ষে এসে বড় হার দেখলো বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার হ্যামিল্টনে বাংলাদেশকে ১১০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। তাদের ৭ উইকেটে ২২৯ রানের জবাবে ১১৯ রানেই গুটিয়ে গেছে নিগার সুলতানার দল।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মাত্র ৩৫ রানে পাঁচ উইকেট হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে যায় নিগার সুলতানা জোতিরা। সেখান থেকে শুরু হয় শুধু হারের ব্যবধান কমানোর লড়াই।

ষষ্ঠ উইকেটে ৪০ রানের জুটি গড়ে সেই কাজটা করেন সালমা খাতুন ও লতা মন্ডল। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন সালমা। লতা করেন ২৪ রান। এছাড়া ওপেনার মুর্শিদা খাতুন করেন ১৯ রান।

আরও পড়ুন- এশিয়া কাপ শুরু ২৭ আগস্ট

শেষ উইকেট হিসেবে ১৬ রান করে রিতু মনি আউট হলে বাংলাদেশের বড় হার নিশ্চিত হয়। ভারতের হয়ে পুনম যাদব চারটি, স্নেহ রানা ৩টি, পূজা দুটি ও ঝুলন একটি উইকেট শিকার করেন। 

এর আগে ব্যাটিং করতে নেমে ওপেনিংয়ে উড়ন্ত সূচনা পায় ভারতীয় নারীরা। ১৫ ওভারে তোলে ৭৪ রান। ৩০ রান করা স্মৃতিকে নাহিদা আক্তার ফেরালে ভাঙ্গে সেই জুটি। এরপর কোনও রান যোগ না করতে আরও দুই উইকেট হারায় ভারত।

রিতু মণি পরপর দুই বলে ফেরান ৪২ রান করা শেফালি ভার্মা ও রানের খাতা না খোলা মিতালি রাজকে। চতুর্থ উইকেটে ৩৪ রান যোগ করেন যষ্টিকা ভাট ও হারমাপ্রিত কৌর। তবে ১৪ রান করা হারমানপ্রিতকে রান আউটের ফাঁদে ফেলে ফেরান হারমানপ্রিতকে।

আরও পড়ুন- আইপিএলে ডাক পেয়েও কেন যাওয়া হচ্ছে না তাসকিনের

পঞ্চম উইকেটে রিচা ঘোষকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন অর্ধশতক হাঁকানো যষ্টিকা। রিচা ফেরেন ২৬ রান করে এবং যষ্টিকা বরাবর ফিফটি ছুঁয়েই রিতু মণির বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।

শেষদিকে পূজা ভাস্ত্রাকরের ৩০ ও স্নেহ রানার ২৭ রানের উপর ভর করে ২২৯ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। বাংলাদেশের হয়ে রিতু মণি ৩৭ রানে ৩টি ও নাহিদা ৪২ রানে দুই উইকেট শিকার করেন।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়