Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৬, ৩১ মার্চ ২০২২

কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে যে ২৯ দেশ

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। বিশ্বের অন্যতম বড় এই ক্রীড়াযজ্ঞে মোট ৩২টি দল অংশগ্রহণ করবে। এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে ২৯টি দেশ। বাকি রয়েছে আরও ৩টি জায়গা।

জায়গা নিশ্চিত করা ২৯টি দেশের মধ্যে এশিয়ার রয়েছে ৫টি। কাতার, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান ও সৌদি আরব। এর মধ্যে কাতার আয়োজক দেশ হওয়ার কারণে সরাসরি সুযোগ পাচ্ছে।

ইউরোপ থেকে জায়গা নিশ্চিত করেছে ১২টি দেশ। সেগুলো হলো- জার্মানি, ডেনমার্ক, বেলজিয়াম, ফ্রান্স, ক্রেয়েশিয়া, স্পেন, সার্বিয়া, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল ও পোল্যান্ড।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর ও উরুগুয়ে। আফ্রিকা অঞ্চল থেকে ঘানা, সেনেগাল, মরক্কো, তিউনেশিয়া ও ক্যামেরুন এবং কনকাকাফ অঞ্চল থেকে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

কাতার বিশ্বকাপে যে ২৯ দল জায়গা করে নিয়েছে-

কাতার, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, জার্মানি, ডেনমার্ক, বেলজিয়াম, ফ্রান্স, ক্রেয়েশিয়া, স্পেন, সার্বিয়া, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল, পোল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর, উরুগুয়ে, ঘানা, সেনেগাল, মরক্কো, তিউনেশিয়া, ক্যামেরুন, কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

আইনিউজ/এসডি

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়