Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ জুন ২০২৫,   আষাঢ় ১৫ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪১, ১৪ মে ২০২২

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে নামবেন সাকিব : মুমিনুল

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সাকিব খেলবেন বলে জানিয়েছেন মুমিনুল। শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক এ তথ্য জানিয়েছেন।

করোনা নেগেটিভ হয়ে গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। আজ সকালে মাঠে নেমে অনুশীলনও করেছেন। কোচ-অধিনায়কের সঙ্গে কথাও বলেছেন। তবু প্রথম টেস্টে তার খেলা নিয়ে একটা সংশয় ছিল। মাত্রই করোনা থেকে সুস্থ হয়েছেন। এমন অবস্থায় পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলা কঠিনই বটে। গতকাল প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও বলেছিলেন, আংশিক ফিট সাকিবকে তিনি খেলাতে চান না।

তবে আজ সংবাদ সম্মেলনে এসে সব সংশয় দূর করে দিলেন অধিনায়ক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সাকিব খেলবেন বলে জানিয়েছেন মুমিনুল। শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক এ তথ্য জানিয়েছেন।

মুমিনুল হক জানিয়েছেন, চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসান খেলবেন। তিনি বলেন, 'অনুশীলনে সাকিব ভাইকে দেখে আমার কাছে ভালোই মনে হয়েছে।' কাল একাদশে থাকবেন কি না, এমন প্রশ্নে মুমিনুল বলেন, 'হ্যাঁ, তিনি খেলবেন।

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজ ভিডিও

জাফলংয়ে পর্যটকদের ওপর হামলায় ৫ জন কারাগারে

জাফলংয়ে পর্যটক পেটানো সেই স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হবে জানালেন এসপি

সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ

শহরে বেদে নারীদের চাঁদাবাজি, তাদের লক্ষ্য নিরীহ পথচারী ও যাত্রী

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়