Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:০৬, ২৩ মে ২০২২

লিটনের সেঞ্চুরিতে পাল্টা আক্রমণে বাংলাদেশ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচের একমাত্র ইনিংসেই সেঞ্চুরির সুযোগ পেয়েছিলেন লিটন দাস। কিন্তু অফস্ট্যাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে আউট হয়ে যান ৮৮ রান করে। সেঞ্চুরি মিসের সেই আক্ষেপ মেটাতে একদমই সময় নিলেন না এ উইকেটরক্ষক ব্যাটার।

ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই জাদুকরী তিন অঙ্কের দেখা পেলেন লিটন। মাত্র ২৪ রানে ৫ উইকেট পতনের পর উইকেটে এসে দলকে চাপমুক্ত করে ব্যক্তিগত এ মাইলফলকে পৌঁছে গেছেন তিনি। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূরণ করতে ১৪৯ বল খেলেছেন লিটন, যেখানে ছিল ১৩টি চারের মার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৪.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২১৩ রান। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে এরই মধ্যে ১৮৯ রান যোগ করে ফেলেছেন মুশফিকুর রহিম ও লিটন। ক্যারিয়ারের নবম সেঞ্চুরির আশা জাগিয়ে মুশফিক খেলছেন ৮৭ রান নিয়ে, লিটন অপরাজিত ১০৬ রানে।

আসিথা ফার্নান্ডোর বলে রান নিয়ে ব্যক্তিগত তৃতীয় শতক পূরণ করেন লিটন দাস। এই মাইলফলক স্পর্শ করতে তিনি খেলেন ১৪৯ বল। অন্যপ্রান্তে মুশফিকুর রহিমও এগোচ্ছেন সেঞ্চুরির পথে। তিনি অপরাজিত আছেন ৮৭ রানে। 

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় স্বাগতিকরা। সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়। লঙ্কান পেসার কাসুন রাজিথার বলে ব্যাট প্যাডের ফাঁক গলে বোল্ড হন তিনি (০)। 

এরপর অভিজ্ঞ তামিম ইকবালও বেশিক্ষণ টিকতে পারেননি। আসিথা ফার্নান্ডোর বলে লেগ সাইডে খেলতে গেলে উল্টোদিকে বল উঠে যায়, জয়াবিক্রমের দুর্দান্ত ক্যাচ হন এই ওপেনার (০)।

দুই ওপেনার ডাক মারার পর আরো একবার দশের নিচে আউট হয়েছেন মুমিনুল হক। ৯ রান করে আসিথা ফার্নান্ডোর বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এ নিয়ে টানা ছয় ইনিংসে দশের নিচে সাজঘরে ফিরলেন তিনি।

ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্তকে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। কিন্তু মুমিনুল ফেরার পরের ওভারেই রাজিথা বোল্ড করেন বাঁহাতি এই ব্যাটারকে (৮)। পরের বলে এলবিডব্লিউ হন সাকিব আল হাসান (০)।

এ সময় রিভিউ নিলেও আম্পায়ার্স কলে সাজঘরে ফিরতে হয় সাকিবকে। এতে মাত্র ২৪ রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপরের গল্পটা শুধুই মুশফিক-লিটনের। যে গল্পের ডালপালায় এখন বড় রানের স্বপ্ন দেখছে টাইগাররা।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়