Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক:

প্রকাশিত: ১৫:৩৭, ১৩ জুন ২০২২

৭ গোল দিয়েই শিরোপা জিতলো ব্রাজিল

ছবি: Braszil Post

ছবি: Braszil Post

আমেরিকান প্রতিদ্বন্ধি উরুগুয়েকে ৭ গোল দিয়ে অনূর্ধ্ব-২০ টরনেইয়ো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতে ব্রাজিল। রবিবার (১২ জুন) রাতে কারাসিকায় এস্তাদিও ক্লেবের আন্দ্রাদে স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল-প্যারাগুয়ে।

খেলায় একটি করে গোল করেন ভিতর রক, কাইকি আর জাদের। আর মার্কোস লিওনান্দ্রো একাই করেন চার গোল করে কালকের ম্যাচের তারকা ছিলেন।

এর আগে তিন ম্যাচে তিনটিই জিতেছে ব্রাজিল। ফলে অপরাজিত থেকেই টুর্নামেন্ট জিতেছে তারা। প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ১৬ বার, গোল হজম করেছে মাত্র ৩টি।

ম্যাচের ১২ মিনিটের মাথায়ই এগিয়ে যেতে পারতো ব্রাজিল। সাইওর শট একটুর জন্য জাল পায়নি। অন্যদিকে এন্ডারসন দোয়ার্তের দারুণ এক শট ঠেকিয়ে ব্রাজিলকে বাঁচান গোলরক্ষক।

আর কোনো তেমন আক্রমণ সামলাতে হয়নি ব্রাজিলকে। এরপর শুধু খেলেছে ব্রাজিলই। তাকিয়ে তাকিয়ে দেখেছে উরুগুয়ে। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা সেলেসাওরা দ্বিতীয়ার্ধে দেয় আরও ৪ গোল।

আইনিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়