নিজস্ব প্রতিবেদন
আপডেট: ২০:৩২, ১৬ জুন ২০২২
৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারালো বাংলাদেশ

ছবি: আইসিসি
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের খেলা শুরু হয়েছে। শুরুতেই টসে হেরে ব্যাটিং করতে নেমে এক উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলীয় এক রানের সময় ক্যারিবীয় বোলার কেমার রোচের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তামিমের দোসর মাহমুদুল হাসান জয়। পরে দলীয় তিন রানের সময় শান্ত এবং দলীয় ১৬ রানের সময় মুমিনুল হক আউট হয়ে সাজঘরে ফেরেন।
বৃহস্পতিবার (১৬) সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে বোলিং নেয় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজের সাথে জড়িয়ে থাকবে পদ্মা সেতুর কীর্তিও। কেননা, পদ্মা সেতু নির্মাণের গৌরবকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই সিরিজের নাম রাখা হয়েছে পদ্মা ব্রীজ ড্রিম ফুলফিল টেস্ট সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্ট সিরিজে বাংলাদেশ দলে আছেন- তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, লিটন দাস, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
অন্যদিকে ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেইমন রেইফার, এনক্রুমাহ বনার, জার্মেইন ব্ল্যাকউড, কাইল মেয়ার্স, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কেমার রোচ, গুদাকেশ মোটি, জেইডেন সিলসদের নিয়ে একাদশ সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
আইনিউজ/এইচএ
- এবাদত হোসেন চৌধুরী: নিউজিল্যান্ডের সাত উইকেট গুড়িয়ে দিয়েছেন মৌলভীবাজারের ছেলে
- শুভ জন্মদিন ডিয়াগো ম্যারাডোনা
- অবশেষে ছেলের নাম জানালেন সাকিব আল হাসান
- মাশরাফীর ছোট ভাই মোরসালিনও করোনায় আক্রান্ত
- সাকিব-মোস্তাফিজকে মাশরাফীর ব্যতিক্রমী শুভকামনা
- করোনা আক্রান্তের পর ফেসবুকে যা লিখলেন মাশরাফী
- বাবা-ছেলের বৃষ্টি-বিলাস
- সাকিব কন্যার ছবিতে বাজে মন্তব্য নিয়ে যা বললেন শিশির
- সাকিব দেশে ফিরছেন আজ রাতে!
- পদত্যাগ করলেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর