Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ জুন ২০২৫,   আষাঢ় ১৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:১৭, ৭ জুলাই ২০২২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির সম্ভাব্য একাদশ

ফাইল ছবি

ফাইল ছবি

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতেও পিছিয়ে আছে বাংলাদেশ। ক্যারিবিয়ান সফরে এখনো যে জয়ের দেখা পায়নি টাইগাররা। আজ গায়ানায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। এটি জিতে জয়ের ধারায় ফেরার জন্য মরিয়া সফরকারীরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হবে।

এর আগে ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। একমাত্র সাকিব আল হাসান ও আফিফ হোসেন ছাড়া বাকিদের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। তাইতো এই ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফেরানো হতে পারে স্পিনার নাসুম আহমেদকে। ফলে জায়গা ছাড়তে হতে পারে তাসকিন আহমেদকে। দ্বিতীয় ম্যাচে দলের সবচেয়ে খরুচে বোলার ছিলেন এই গতি তারকা।

সুস্থ হলে ফিরতে পারেন মুনিম শাহরিয়ার। সেক্ষেত্রে এক ম্যাচ পর আবারও জায়গা হারাতে হবে মোসাদ্দেক হোসেন সৈকতকে। একাদশে বাকি জায়গুলো অপরিবর্তীতই থাকবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়