Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:২৩, ১১ জুলাই ২০২২

ওয়ানডে সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। এই সফরে টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশ এবার যেন একটু আলোর দেখা পেয়েছে ওয়ান ডে ম্যাচে এসে। দুর্দান্ত বোলিংয়ের পর নিয়ন্ত্রিত ব্যাটিং। তাতেই কপোকাত ওয়েস্টইন্ডিজ, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের বাংলাদেশের।

রোববার (১১ জুলাই) ডমিনিকার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃষ্টির কারণে খেলা শুরু হয়েছে প্রায় দুই ঘণ্টা পর। ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪১ ওভারে। তাতে প্রথমে বোলিং করে ক্যারিবিয়ানদের ১৪৯ রানে আটকে রাখে টাইগাররা। পরে তামিম ইকবালের দারুণ শুরুর পর নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহর কার্যকরী ব্যাটিংয়ে ৩১.৫ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫১ রান তুলে ফেলে বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে পাঁচ বোলারই দুর্দান্ত বোলিং করেছেন। শরিফুল ৮ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ৯ ওভারে ৩৬ রানে তিন উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ৩৪ রানে ১ উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান। তাসকিন ও নাসুম উইকেট না পেলেও ৮ ওভার করে বোলিং করে রান দিয়েছেন যথাক্রমে ১৬ ও ২৫।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়