Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৮ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১১:১৬, ১১ সেপ্টেম্বর ২০২২

কে পরবে এশিয়া কাপে চ্যাম্পিয়নের মাল্য, শ্রীলঙ্কা না পাকিস্তান?

সমিকরণে ফাইনালে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে পাকিস্তান

সমিকরণে ফাইনালে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে পাকিস্তান

আজ অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল খেলা। খেলাই শ্রেষ্ঠত্বের মাল্য নিজেদের গলার পরতে লড়াই করবে পাকিস্তান ও  শ্রীলঙ্কা। সুপার ফোরের শক্ত সীমানা ভেঙে দুই দলই ফাইনালে ওঠেছে নিজেদের শ্রেষ্ঠত্ব দিয়েই। তবু ক্রিকেটে পাক-লঙ্কান ভক্তদের মনে আজ প্রশ্ন একটাই কে নেবে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট? কে পরবে শ্রেষ্ঠত্বের মাল্য?

পাকিস্তানের সাথে ৫ উইকেটে হেরে অনেকটাই ঝুলে গিয়েছিলো ভারতের ফাইনাল খেলার স্বপ্ন। পরে সুপার ফোরে আফগানিস্তানের সাথে উত্তেজনার এক ম্যাচে পাকিস্তান নাটকীয় জয় পাওয়ায় ভারতের ফাইনালে খেলার স্বপ্নে গুড়ে বালি দেয় পাকিস্তান। তাই পাকিস্তানের ফাইনাল খেলা নিশ্চিত হয়ে গিয়েছিলো আগেই।

অন্যদিকে ভালো লাইন আপ না থাকা সত্ত্বেও হোঁচট খেতে খেতে ফাইনালে ওঠে এসেছে  শ্রীলঙ্কা। এবারের আসলে শ্রীলঙ্কাকে দুর্বল দল হিসেবেই শুরু থেকে দেখেছেন ভক্তরা। কিন্তু সব সমিকরণ উল্টে দিয়ে ভারতের মতো শক্ত প্রতিপক্ষকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নেয় শ্রীলঙ্কা।

ফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। রেজওয়ান-আবর আজমদের তোপের মুখে শ্রীলঙ্কান লাইন আপ কতোখানি টিকে থাকবে তাই দেখা যাবে আজকের ফাইনালে। যদিও ফাইনালের আগে শুক্রবার এক দাপুটে জয় তোলে নিয়েছে লঙ্কানরা। তাই এটিকে একটি হুশিয়ারি বার্তা হিসাবেই নিচ্ছে পাকিস্তান।

আজ রবিবার (১১ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে পাকিস্তান-শ্রীলঙ্কা ফাইনাল।

সুপার ফোরে এসেই বিধ্বংসী হয়ে উঠেছে লঙ্কানরা। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে নিলো প্রতিশোধ। আফগানদের করা ১৭৫ রান তাড়া করে জিতেছিল তারা। এরপর হারিয়ে দিয়েছে ভারতকেও। আফগানিস্তানকে পাকিস্তানের হারানোর মধ্য দিয়ে ভারত এবং আফগানদের বিদায় হয়, ফাইনাল নিশ্চিত হয় পাকিস্তান এবং শ্রীলঙ্কার।

সুপার ফোরের শেষ ম্যাচের গুরুত্ব কম থাকলেও এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে নিজেদেরকে ফাইনাল শেষে শেষ হাসি হাসারও যোগ্য দাবিদার করে তুলেছে দাসুন শানাকার দল। দলটি যেভাবে শেষ চার ম্যাচ খেলেছে, তাতে ফাইনালে তাদেরকে ফেবারিট ধরেই নেয়া যায়।

অন্যদিকে পাকিস্তানও শুরু করেছিল হার দিয়ে। ভারতের কাছে হেরেছিল ৫ উইকেটের ব্যবধানে। এরপর হংকংকে হারিয়ে সুপার ফোরে ওঠে তারা। এখানে আবারও ভারতের মুখোমুখি এবং এবার তারা উল্টো হারায় ভারতকে। এখানেও পাকিস্তান জয়লাভ করে ৫ উইকেটে।

আফগানিস্তানের বিপক্ষে শ্বাসরূদ্ধকর ম্যাচে শেষ মুহূর্তে নাসিম শাহর টানা দুই ছক্কায় ১ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। শেষ ম্যাচে যদিও হেরেছে বাবর আজমের দল। কিন্তু এই দলটি যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। সুতরাং, ফাইনালে শ্রীলঙ্কাকে এগিয়ে রাখার কোনোই সুযোগ নেই।

সে অর্থে নিরঙ্কুশ ফেবারিট নয় কেউই। যদিও, ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারণ হবে টসের সময়। কারণ, দুবাইতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া এবং রান তাড়া করে জয় পাওয়াটা অনেক সহজ। সুতরাং, টসই হয়তো বলে দেবে, কে হবে চ্যাম্পিয়ন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়