Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১৮:৩৮, ২৫ নভেম্বর ২০২২
আপডেট: ১৮:৪৫, ২৫ নভেম্বর ২০২২

এশিয়ার দল ইরানের রোমাঞ্চকর জয়

এশিয়ান দলগুলোর যেন জয়রথ ছুটে চলেছে। ইংলিশ দল ওয়েলসের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে ইরান। 

তবে খেলার ৯০ মিনিট ছিলো গোলশূন্য। গোলের দেখা পায়নি কোনো দল। খেলার অতিরিক্ত সময়ে পরপর দুই গোলে জয় নিশ্চিত করেছে ইরান। 

গোটা ম্যাচ জুড়ে ওয়েলসের ওপর ছড়িয়ে ঘুরিয়েছে ইরান। একের পর এক আক্রমণ করেই যাচ্ছিল। তবে ম্যাচের নির্ধারিত সময়ে ভাগ্যদেবী যেন কিছুতেই সহায় হচ্ছিল না ইরানের। দুই দুটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে ইরানের। তবে নিজেদের আক্রমণ ঠিক রেখে ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষা। নির্ধারিত সময় শেষে যোগ করা অতিরিক্ত সময়ের ৮ম আর ১১ম মিনিটে দুই গোল করে জয় নিশ্চিত করে ইরান।

ইরানের হয়ে গোল দুটি করে যথাক্রমে রুজবেহ চেসমি এবং রামিন রেজায়েন। এর আগে কাতার বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়েলস গোলরক্ষক হেনেসি। ডি বক্সের বাইরে উঠে এসে ইরানের ফরোয়ার্ডকে ফাউল করলে প্রথমে রেফারি হলুদ কার্ড দেখান। এরপর ভিএআর দেখে লাল কার্ড দেখান হেনেসিকে।

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ