Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:১১, ৩০ নভেম্বর ২০২২
আপডেট: ১৩:১৩, ৩০ নভেম্বর ২০২২

পোল্যান্ডকে হারাতে ৪-৩-৩-১ সূত্রে ছক করেছে আর্জেন্টিনা

আজকে পোল্যান্ডের বিপক্ষে মহারণে নামবে আর্জেন্টিনা। ছবি- আইনিউজ

আজকে পোল্যান্ডের বিপক্ষে মহারণে নামবে আর্জেন্টিনা। ছবি- আইনিউজ

আজকে পোল্যান্ডের বিপক্ষে মহারণে নামবে আর্জেন্টিনা। যেই ম্যাচে আর্জেন্টিনার জন্য আজ জয় ছাড়া অন্য কিছু ভাবার অবকাশ নেই সেই ম্যাচে রেফারিও থাকবেন একজন ডাচ পুলিশ। সব মিলিয়ে রাত ১টায় হতে যাওয়া আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ নিয়ে উত্তেজমা ক্রমেই বাড়ছে। এই ম্যাচে পোল্যান্ডকে হারাতেই হবে মেসিদের। তাই ৪-৩-৩-১ ফরম্যাটে আজকে খেলার ছক সাজিয়েছে আর্জেন্টিনা।

সৌদি আরবের সঙ্গে প্রথম ম্যাচে হারার মাশুল আজকের ম্যাচ পর্যন্ত দিতে হচ্ছে লিওনেল মেসি-স্কলানির আর্জেন্টিনাকে। আজকের ম্যাচও কঠিন সমীকরণ সামনে রেখে খেলবেন ডি মারিয়া-পলরা। মেক্সিকোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ জেতায় সেই স্বস্তি ছাড়া আর্জেন্টিনার  আর কোনও বল থাকছে না আজকের ম্যাচে।

শেষ ষোলোতে যেতে আজ আর্জেন্টিনার সামনে জয়ের বিকল্প নেই। ড্র করলে অনেক হিসাব মেলার অপেক্ষায় থাকতে হবে, যা নিজেদের হাতে নেই। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনার একাদশেও আসতে পারে পরিবর্তন।

মেক্সিকোর বিপক্ষে ম্যাচে রক্ষণে খেলেছিলেন নিকোলাস ওতামেন্দি, মার্কাস আকুনিয়া, গঞ্জালো মন্তিয়েল ও লিসান্দ্রো মার্তিনেজ। পোল্যান্ডের বিপক্ষেও এই চারজনকেই মূল একাদশে রাখবেন স্কালোনি। এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

মাঝমাঠে থাকবেন ডি পল, আলেক্সিস ম্যাক আলিস্টারম ও এনজো ফার্নান্দেস। সে ক্ষেত্রে হয়তো বেঞ্চে বসে ম্যাচ শুরু করবেন আগের ম্যাচে শুরুতে থাকা গুইদো রদ্রিগেজ।

আক্রমণভাগে যথারীতি অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিওনেল মেসির সঙ্গে থাকবেন লাওতারো মার্তিনেজ। তবে মার্তিনেজের বদলি হিসেবে হুলিয়ান আলভারেজ নামতে পারেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। গোলবারের নিচে থাকবেন অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়