Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:০০, ১ ডিসেম্বর ২০২২

তিউনেশিয়ার কাছে হেরে অঘটনের শিকার ফ্রান্স

এক গোলের জয়ে ফ্রান্সকে হারিয়ে তিউনেশিয়ার উচ্ছাস। ছবি- ESPN

এক গোলের জয়ে ফ্রান্সকে হারিয়ে তিউনেশিয়ার উচ্ছাস। ছবি- ESPN

কাতার বিশ্বকাপ আসরে প্রথম অঘটন ঘটেছিলো আর্জেন্টিনা বনাম সৌদি আরবের ম্যাচে। সেই ম্যাচ হেরে নিদারুণ মাশুল দিতে হয়েছে স্কলানি শিষ্যদের। এবার তেমনি অঘটনের শিকার হল গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স। ফ্রান্সকে হারিয়ে এই অঘটনের জন্ম দিল তিউনেশিয়া।

বুধবার (৩০ নভেম্বর) আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে তিউনিসিয়া। ম্যাচের একমাত্র গোলটি করেন ওয়াহবি খাজরি। ম্যাচের ৬৬ ভাগ সময় বল যদিও নিজেদের পায়ে রেখেছিলো ফ্রান্স। খেলেছিলো তারাই। কিন্তু এক গোল দিয়ে অঘটন ঘটিয়ে জয় ছিনিয়ে নিয়েছে তিউনেশিয়া। যদিও জয়ের পরেও গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হচ্ছে তিউনেশিয়া। গ্রুপের অপর ম্যাচে ডেনমার্ককে অস্ট্রেলিয়া হারিয়ে দেওয়ায় বিদায় নিতে হয়েছে তিউনিসিয়াকে।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম মূল একাদশের নয়জনকে বসিয়ে রেখেছিলেন। প্রথম দুই ম্যাচ জিতে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করা ফ্রান্স বেঞ্চের শক্তি যাচাই করতে চেয়েছিল, কিন্তু আফ্রিকার দেশটি ফ্রান্সকে সফল হতে দেয়নি।

ম্যাচের ৫৮তম মিনিটে ওয়াহবি খাজরির গোলে পিছিয়ে পড়ার পর ফ্রান্সের কোচ আঁতোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপে, ওসমান দেম্বেলে, র‍্যাবিয়টদের মাঠে নামালেও কাজ হয়নি।

তবে যোগ করা সময়ের নবম মিনিটে বদলি নেমে সমতা ফিরিয়েছিলেন আঁতোয়ান গ্রিজমান। কিন্তু ভিএআরে অফ সাইডে সেটি বাতিল হয়ে যায়।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়