Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৮, ৪ ডিসেম্বর ২০২২
আপডেট: ২০:০৩, ৪ ডিসেম্বর ২০২২

ছোট লক্ষ্যে বড় নাটকীয়তা শেষে জয় পেল বাংলাদেশ

বাংলাদেশ দলকে জয় এনে দেয়ার নায়ক মেহেদী হাসান মিরাজ

বাংলাদেশ দলকে জয় এনে দেয়ার নায়ক মেহেদী হাসান মিরাজ

ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে আজ জিতেছে বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে একে একে উইকেট হারিয়ে বড় ধরনের চাপে পড়ে যায় বাংলাদেশ। তবু, সবশেষে মিরাজ-মুস্তাফিজের ধৈর্য এবং বিচক্ষণতায় বিরাট কোহলি-রোহিতদের নিজেদের মাঠে হারিয়েছে বাংলাদেশ।

রোববার (৪ ডিসেম্বর) রাজধানীর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ভারত। বাংলাদেশী ইবাদত-সাকিবদের কাছে ১৮৬ রান তোলেই গুটিয়ে যায় রোহিত শর্মার দল। দলের হয়ে একাই ৫ উইকেট শিকার করেছেন পোস্টার বয় সাকিব আল হাসান। ইবাদত আবারও নিজের বোলিং ঘূর্ণিতে দলকে আরও একবার এগিয়ে দিয়েছেন এই ম্যাচে।

যদিও ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু সেই অবস্থা দলকে টেনে নিচ্ছিলেন নতুন অধিনায়ক লিটন কুমার। সাকিব-লিটন অনেকক্ষণ দলকে টেনে নিলেও লিটন-সাকিবের আউটের পর ঝিমিয়ে যায় বাংলাদেশের রানের চাকা।

অন্যদিকে একের পর এক উইকেট পড়তে পড়তে খেলা এসে দাঁড়ায় মেহেদী হাসান মিরাজ-মুস্তাফিজ বনাম ভারতীয় একাদশ। কিন্তু দারুণ ধৈর্য আর রক্ষণাত্মক খেলায় বাংলাদেশকে শেষ হাসি এসে দিয়েছেন মিরাজ-মোস্তাফিজ।

৯ রানের জন্য ফিফটি হলো না লিটন দাসের

আর মাত্র ৯ রান পেলে ফিফটি হয়ে যেত লিটন দাসের। ৩টি চার ও ১ ছক্কায় ৬৩ বলে ৪১ রান করে আউট হয়ে যান অধিনায়ক লিটনের। প্রতিপক্ষ ভারতের ওয়াশিংটনের বলে গ্লান্স করতে গিয়ে গ্লাভসবন্দি হন তিনি। অল্পের জন্য ফিফটি হলো না তার।

সাকিব-ইবাদতের অসাধারণ নৈপুণ্যে ভারতকে গুটিয়ে দেন বাংলাদেশের বোলাররা। গুড়িয়ে দিয়েছেন মাত্র ১৮৬ রানে। কিন্তু ১৮৭ রানের লক্ষ্যে ব্যাটিং নেমে শুরুতেই ২৬ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। কিন্তু সেই অবস্থা দলকে টেনে নিচ্ছিলেন নতুন অধিনায়ক লিটন কুমার দাস।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়