Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৭, ৭ ডিসেম্বর ২০২২

কোয়ার্টার ফাইনালে পর্তুগালের সাথে খেলবে মরক্কো

১০ ডিসেম্বর পর্তুগালের বিপক্ষে খেলবে মরক্কো

১০ ডিসেম্বর পর্তুগালের বিপক্ষে খেলবে মরক্কো

গতকাল রাতে একই সাথে দুইটি উত্তেজনাকর ফুটবল ম্যাচ দেখেছে ফুটবল ভক্তরা। ট্রাইবেকারে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। আর রাত ১টার ম্যাচে রোনালদোর বদলি খেলোয়াড় হিসেবে তাক লাগিয়ে হ্যাট্রিক করে পর্তুগালকে শেষ আটের লড়াইয়ে পৌঁছে দিয়েছেন গনসালো রামোস। সুইজারল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল।

এবার এই দুই দল মরক্কো এবং পর্তুগালের লড়াই হবে শেষ আটে। আগামী ১০ ডিসেম্বর রাত ৯টায় মুখোমুখি হবে খ্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এবং হাকিমির মরক্কো।

মঙ্গলবার রাতে লুসাইল স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচের পর্তুগিজরা ম্যাচ জিতে নেয় ৬-১ গোলে।

ক্রিশ্চিয়ানো রোনালদোর জায়গায় প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েই হ্যাটট্রিক করেন গনসালো রামোস। এটা বিশ্বকাপে পর্তুগিজদের চতুর্থ হ্যাটট্রিক। রামোসের আগে বিশ্বকাপে গত আসরে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো।

দলের পক্ষে বাকি গোলগুলো করেন পেপে, রাফায়েল গেরেরো ও রাফায়েল লিয়াও। সুইসদের পক্ষে একমাত্র গোল করেন ম্যানুয়াল আকনজি।

৩৯ বছর ৯ মাস বয়সে গোল করে পেপে গড়েছেন দারুণ একটা রেকর্ডও। বিশ্বকাপে তার চেয়ে বেশি বয়সে নকআউট গোল নেই আর কারো। পেপে ভেঙে ফেলেছেন ৩২ বছরের পুরনো রেকর্ড, ১৯৯০ বিশ্বকাপের নকআউটে গোল করে এই রেকর্ড গড়েন ক্যামেরুনের রজার মিলার।

এবার কোয়ার্টার ফাইনাল ডিঙিয়ে মরক্কো এবং পর্তুগালের মধ্যে কোন দল শেষ আটে খেলার সুযোগ পাবে তা ১০ ডিসেম্বর বুঝা যাবে। শেষ আটে চলে যাওয়া মানে বিশ্বকাপের শিরোপা জেতার পথে বেশকিছু খানি এগিয়ে যাওয়া।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়