Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৪৫, ১৩ ডিসেম্বর ২০২২

দুঃসংবাদ, হাসপাতালে সাকিব আল হাসান!

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের খেলা মাঠে গড়াবে আগামীকাল। ওয়ান ডে জয়ের পর ভারতের বিপক্ষে টেস্টের জন্য সেভাবেই প্রস্তুত হচ্ছেন টাইগাররা। তবে এরই মধ্যে দুশ্চিন্তার খবর এলো সাকিব আল হাসানের হাসপাতালে যাওয়া নিয়ে। অভিজ্ঞ এই ক্রিকেটার হাসপাতালে যাওয়ার পর থেকেই দেখা দিয়েছে শঙ্কা। তবে কি সাকিব থাকবেন না ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে?

চট্টগ্রামে এই টেস্টের আগে আজ সকালে হাসপাতালে গেছেন দলের সেরা অলরাউন্ডার। ঠিক কি কারণে হাসপাতালে গেছেন সেটা অনুমান করা যায়নি যদিও। ধারণা করা হচ্ছে, পেশিতে কোনো সমস্যা আছে কি না, সেটি পরীক্ষা করে দেখতেই আজ হাসপাতাল গেছেন সাকিব।

এর আগে ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে বাউন্সার সামলাতে গিয়ে পিঠে বল লেগেছিল সাকিবের। যদিও এরপর এক্স-রেতে কোনো সমস্যা ধরা পড়েনি। তবে আজ আবার কেন হাসপাতালে গেলেন সেটাই রহস্য!

আইনিউজ/এইচএ

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়