Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:০৮, ১৮ ডিসেম্বর ২০২২

ডি মারিয়াসহ যে একাদশ নিয়ে খেলবে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল একাদশ। ছবি- সংগৃহীত

আর্জেন্টিনা ফুটবল একাদশ। ছবি- সংগৃহীত

আজ ফাইনালে বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং ফ্রান্স। ফাইনালে একাদশে দেখা যাবে ডি মারিয়াকেও। এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো। এর আগে ইঞ্জুরির কারণে ডি মারিয়ার ফাইনালে খেলা নিয়ে শঙ্কা দেখা দিলে তার খেলা অনিশ্চিত হয়ে যায়। তবে সব গুঞ্জন উড়িয়ে আর্জেন্টিনা জানিয়েছে খেলতে দেখা যাবে ডি মারিয়াকেও। তার বদলে নামতে হবে লিসান্দ্রো মার্টিনেজকে।

লুসাইল আইকনিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে। আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ম্যাচে যেই জিতবে গড়বে নতুন ইতিহাস।

কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের মূল একাদশে ছিলেন না ডি মারিয়া। তবে ফাইনালে ফিরেছেন একাদশে। তার সঙ্গে আক্রমণভাগে আছেন যথারীতি লিওনেল মেসি এবং এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা হুলিয়ান আলভারেজ।

মধ্যমাঠে আর্জেন্টিনার ভরসার প্রতীক হয়ে ওঠা রদ্রিগো ডি পলের সঙ্গে আছেন তরুণ এনজো ফার্নান্দেজ এবং ম্যাক অ্যালিস্টার। রক্ষণভাগ সামলাচ্ছন যথারীতি নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস ওটামেন্ডি এবং মার্কোস আকুনা।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়