Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ১৯ ডিসেম্বর ২০২২
আপডেট: ০০:৫৫, ১৯ ডিসেম্বর ২০২২

টানটান উত্তেজনাকর ম্যাচে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

টানটান উত্তেজনাকর ম্যাচে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

লুসাইল আইকনিক স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ফাইনাল আইকনিক হয়েই রইল। দুইবার পিছিয়ে পড়েও কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে অতিরিক্ত সময়ে সমতায় ফেরে ফ্রান্স। এতেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ ব্যবধান হারিয়ে বিশ্ব জয় আর্জেন্টিনার।

লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনালের রাতটাই আইকনিক। ৩৬ মিনিটে দুই গোল করে ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে আর্জেন্টিনা। তবে ৯৭ সেকেন্ডের ব্যবধানে কিলিয়ান এমবাপের জোড়া গোলে ম্যাচ ২-২ গোলে সমতায় ফিরল ফ্রান্স। শেষ ১০ মিনিটে আর কোনো দল কোনো গোল করতে না পারায় নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ২-২ গোলের সমতায়। আর তাতেই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

আর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির দুর্দান্ত এক গোলে বিশ্বকাপ জয়ের এক ধাপ দূরে তখন আর্জেন্টিনা। তবে লুসাইলে তখনও নাটকের অনেক বাকি। ম্যাচের ১১৮তম মিনিটে পেনাল্টি থেকে এমবাপে হ্যাটট্রিক পূরণ করে আবারও ফ্রান্সকে ৩-৩ গোলে সমতায় ফেরান।

অতিরিক্ত সময়ের আর কেউ কোনো গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়