Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৪১, ১৯ ডিসেম্বর ২০২২

ফাইনালে জিতে কতো টাকা কামালেন মেসি-ডি মারিয়ারা?

স্বপ্নের বিশ্বকাপ ট্রফি জিতেই নিলেন মেসি। ছবি- Planet Sport

স্বপ্নের বিশ্বকাপ ট্রফি জিতেই নিলেন মেসি। ছবি- Planet Sport

৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে বিশ্বকাপ ট্রফি জিতে নিয়েছে আর্জেন্টিনা। ম্যারাদোনার পর লিওনেল মেসির হাত ধরেই আরও একবার সোনালী ট্রফি জয়ের স্বাদ পেল লাতিন আমেরিকার এই জনপ্রিয় দেশ। তবে ফাইনালে শুধু ৬কেজি ১৭৫গ্রাম ওজনের স্বর্ণের ওই ট্রফিই দেয়া হয়না। দেওয়া হয় প্রাইজমানিও। এবারের আসরে ফাইনাল জিতে লিওনেল মেসি-ডি মারিয়ারা পেয়েছেন কয়েক কোটি টাকা।

বিশ্বকাপ ট্রফি জয়ী দল শিরোপা ট্রফির পাশাপাশি পাচ্ছে কোটি কোটি টাকা। বিজয়ী আর্জেন্টিনা দল পাচ্ছে বাংলাদেশী মুদ্রায় ৪৩৯ কোটি টাকা, রানার্সআপ ফ্রান্স পাবে ৩১৩ কোটি টাকা, তৃতীয় হওয়া দল ক্রোয়েশিয়ার ভান্ডারে গেছে ২৮২ কোটি টাকা এবং চতুর্থ হওয়া মরক্কো পেয়েছে নম্বর দল ২৬০ কোটি টাকা।

এছাড়া বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল পাবে ৯ মিলিয়ন ডলার, শেষ ষোলোর দলগুলো পাবে ১৩ মিলিয়ন, কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দলগুলো পাবে ১৭ মিলিয়ন। বিশ্বকাপ চলাকালীন ফিফা মোট ৪৬০ কোটি টাকা (৪৪০ মিলিয়ন) ব্যয় করছে।

এই অর্থগুলো বিভিন্ন দলকে প্রাইজমানি হিসেবে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে প্রতিটি দলের অংশগ্রহণের ফি, ম্যাচ জয়, গোল ফি এবং বিজয়ী, রানার্স আপ ও নকআউট পর্বে পৌঁছে যাওয়া দলগুলোতে দেওয়া অর্থের পরিমাণ।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়