স্পোর্টস ডেস্ক
লড়াইয়ে শেষ পারল না বাংলাদেশ, জিতল ভারতই

ছবি- সংগৃহীত
চট্টগ্রাম টেস্টে হারার পর বাংলাদেশের সামনে সুযোগ ছিলো মিরপুরে ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমতায় শেষ করা। সেই পথেই এগোচ্ছিলো টাইগাররা। মেহেদী হাসান মিরাজ-সাকিব আল হাসান দিনের শুরুতেই ভারতীয় শিবিরে আঘাত হানায় বেশ সহজ হয়ে গিয়েছিল ম্যাচটা। কিন্তু বরাবরের মতো ক্যাচ মিসেই ম্যাচ মিস হলো বাংলাদেশের। মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে ভারত। তাতে হেরেই বছর শেষ করলো বাংলাদেশ।
তৃতীয় দিনেই বাংলাদেশের সামনে উঁকি দিচ্ছিলো জয়ের সুবাস। চতুর্থ দিন সকালে সেই সুবাস আরেকটু ছড়িয়ে দিলেন সাকিব আল হাসান ও মিরাজ। সকালের শুরুতেই ভারতের ৩ উইকেট নিয়ে জয়ের সম্ভাবনা বাড়িয়ে দেন এই দুজন। তবে এক ম্যাচ মিসেই সব শেষ করে দেন মমিনুল হক।
সকালেই জয়দেব উনাদকাটকে ফিরিয়ে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। এবার ঋষভ পান্ত (৯) ও আকসার প্যাটেলকে (৩৪) ফিরিয়ে ভারতকে জোর ধাক্কা দিলেন মেহেদী হাসান মিরাজ।
কিন্তু দারুণ এক জুটিতে চোখ রাঙাতে থাকেন শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন আশ্বিন। অবশ্য শুরুতেই জুটি ভাঙার সুযোগ এসেছিল। তবে মুমিনুল হকের ব্যর্থতায় ১ রানে বেঁচে যান আশ্বিন।
আশ্বিনের ব্যাটের কানা ছুঁয়ে আসা ক্যাচ শর্ট লেগে নিতে পারেননি মুমিনুল হক। পরের গল্পটা শুধুই হতাশার। আশ্বিনের সঙ্গে অপরাজিত ৭১ রানের জুটি গড়ে ম্যাচটাই ছিনিয়ে নিয়ে যান আইয়ার।
এর আগে ভারতের হয়ে রান তাড়া করতে নামেন লোকেশ রাহুল ও শুভমান গিল। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই দুই রান করা রাহুলকে উইকেটকিপার সোহানের তালুবন্দী করে আনন্দে মাতেন সাকিব।
এরপর একে একে তিনজনকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। প্রথমে ৭ রান করা শুভমান গিল ও এরপর ৬ রান করা চেতেশ্বর পূজারাকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। দিনের শেষদিকে বিরাট কোহলিকে ১ রানে সাজঘরে ফেরান মিরাজ।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানের পর ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে ২৩১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা