Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ৩০ ডিসেম্বর ২০২২
আপডেট: ১৩:৪২, ৩০ ডিসেম্বর ২০২২

তিনটি ছবি প্রকাশ করে মেসি লিখেছেন, ‘ওপারে শান্তিতে থাকুন, পেলে’

মেসি ও পেলে

মেসি ও পেলে

কিংবদন্তি ফুটবলার পেলের মৃত্যুতে ফুটবল বিশ্ব শোকে স্তব্ধ। শোক প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে খ্যাতিমান সব তারকারা।

এর মধ্যে কাতার বিশ্বকাপ জিতে সর্বকালের সেরার তালিকায় নাম তোলা লিওনেল মেসি চার শব্দে পেলের প্রতি সম্মান জানিয়েছেন। সঙ্গে পেলের সঙ্গে তার অসাধারণ সময় কাটানোর তিনটি ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। 

মেসি লিখেছেন, ‘ওপারে শান্তিতে থাকুন, পেলে।’ আর যে তিনটি ছবি পোস্ট করেছেন তার একটি হাস্যোজ্জ্বল পেলে হাত রেখেছেন মেসির কাঁধে। হাসি মুখে মেসি ব্যালন ডি’অর হাতে দাঁড়িয়ে। অন্যটিতে মেসিকে বুকে জড়িয়ে রেখেছেন পেলে। তৃতীয় ছবিটি, সতীর্থের কোলে চেপে এক হাত উচিয়ে পেলের বিখ্যাত সেই গোল উদযাপন।’ 

মেসি যখন কাতারে বিশ্বকাপ জিতেছেন পেলে তখন সাও পাওলোর হাসপাতালে। সেখান থেকে মেসিকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়ে পেলে লিখেছিলেন, ‘বরাবরের মতো এবারও ফুটবল তার মনোমুগ্ধকর গল্পটা নিজস্ব ঢংয়ে বলে গেছে। মেসি তার প্রথম বিশ্বকাপ জিতেছে, যেভাবে তার প্রাপ্য।’

বৃহস্পতিবার (বাংলাদেশ সময়) রাত ১টার দিকে মারা গেছেন পেলে। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। হাসপাতালে ছিলেন প্রায় এক মাস। ৮২ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন। 

Eye News YouTube Video

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী | Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়