Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ৭ জানুয়ারি ২০২৩

ঢাকার বিপক্ষে খুলনার দুর্বল সংগ্রহ

দুই দলের অধিনায়ক ইয়াসির আলী রাব্বি এবং নাসির হোসেইন।

দুই দলের অধিনায়ক ইয়াসির আলী রাব্বি এবং নাসির হোসেইন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট (বিপিএল) এর নবম আসরে আজ চলছে দ্বিতীয় দিনের খেলা। আজ শনিবার (৭ জানুয়ারি) প্রথম খেলায় নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্সের মুখোমুখি ইয়াসীর আলীর খুলনা টাইগার্স। তবে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে শেষ পর্যন্ত ঢাকাই বোলারদের সামনে দাঁড়াতে পারেন নি খুলনার ব্যাটাররা। ফলে ২০ ওভার খেলে মাত্র ১১৩ রান সংগ্রহ করতে পেরেছে তারা। জিততে হলে ঢাকার সামনে ১১৪ রানের সহজ লক্ষ্য।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে খুলনা। তাসকিন-নাসিরদের বোলিংয়ের জবাব দিতে গিয়ে মুখ থুবড়ানো ব্যাটিং করছে রূপসা পাড়ের দলটি। শুরুতেই ৭ রানে বিদায় নিয়েছেন তাদের ওপেনার শারজীল খান।

শারজীলের বিদায়ের পর ক্রিজে এসে টিকতে পারেননি মুনিম শাহরিয়ারও। ৪ রানের মাথায় তাকেও বিদায় করে দেন আলামিন হোসেন। এক প্রান্ত আগলে উইকেটে কিছুসময় ছিলেন তামিম ইকবাল। তারপর ৮ রান করে ফিরে গেছেন তিনিও।

তামিমের পর ব্যর্থ ছিলেন খুলনার সাইফুদ্দিন, নাহিদ, ওয়াহাব রিয়াজরা। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেছেন অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন  মোহাম্মদ সাইফুদ্দিন। ২৮ বলে ১৯ রান করেছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঢাকার সংগ্রহ ৩.৫ ওভারে ১৬ রান, কোনো উইকেট না হারিয়ে।

আই নিউজ/এইচএ

Eye News YouTube Video

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী | Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়