Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৯, ২৪ জানুয়ারি ২০২৩

সাকিব-মাশরাফি লড়াইয়ে বিজয়ী সিলেট

সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড়দের উল্লাস।

সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড়দের উল্লাস।

সাকিব আল হাসান ও মাশরাফি মর্তুজা। মুখোমুখি দেশের দুই ক্রিকেট লিজেন্ড। অপরদিকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের লড়াই। মূলত লড়াইটা শীর্ষ দুই তারকার এবং একইসাথে বিপিএলের এই আসরের সেরা দুই দলেরও। তাই খেলায় ছিল বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্রমেদিনী ভাব। অবশেষে এই লড়াইয়ে বিজয়ী নড়াইল এক্সপ্রেস ‘মাশরাফি দ্য বস’। বিজয়ী এ আসরে দূরন্ত খেলে যাওয়া সিলেট স্ট্রাইকার্স। 

আগে ব্যাটিং করে ১৭৩ রান তুলেছিল সিলেট স্ট্রাইকার্স। পরে বরিশাল ১৭১ রানে থেমে গেলে ২ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে সিলেট।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের ১৭৩ রানের জবাব দিতে নেমে বরিশাল এগুচ্ছিল বেশ স্বচ্ছন্দেই। শুরুতে রীতিমতো ঝড় তুলেছিলেন তরুণ সাইফ হাসান। ১০ ওভার শেষে ২ উইকেটে বরিশালের রান ছিল ১০৬। লম্বা ব্যাটিং লাইনআপ এবং প্রায় সব ব্যাটাররা ফর্মে থাকা বরিশাল বাকি সমীকরণ সহজেই মিলাবে এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু পরের ওভার থেকেই বরিশালর খেই হারানো শুরু।

তরুণ পেসার রেজাউর রহমান রাজার করা ১১তম ওভারে দারুণ খেলতে থাকা সাকিব আল হাসান ও ইব্রাহিম জাদরান ফিরলে ম্যাচ জমে উঠে। ১৬তম ওভারে মাশরাফি বিন মুর্তজাকে টানা তিন ছয় হাঁকিয়ে নিজেদের দিকে ম্যাচ হেলে নেন বরিশালের আফগান অলরাউন্ডার করিম জানাত।

শেষ ওভারে সাকিবের ফরচুন বরিশালের দরকার ছিল ১৫ রান। দুর্দান্ত বোলিং করা রেজাউর রহমান রাজার হাতে বল তুলে দেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আই নিউজ/এইচএ 

Eye News YouTube Video

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী | Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়