Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:২৩, ১ ফেব্রুয়ারি ২০২৩

ইমরান-গুলবাদিনে সিলেট স্ট্রাইকার্স এখন আরও শক্তিশালী

অধিনায়ক ম্যাশ সহ সিলেট স্ট্রাইকার্স দলের খেলোয়াড়রা।

অধিনায়ক ম্যাশ সহ সিলেট স্ট্রাইকার্স দলের খেলোয়াড়রা।

বিপিএলের নবম আসরে উড়ন্ত সিলেটকে থামানো যাচ্ছে না কোনোভাবেই। ১০ ম্যাচের মাঝে ৮টিতে জয় পেয়েছে ম্যাশের নেতৃত্বাধীন দলটি। শীর্ষ দল হিসেবে নিজেদের প্লে অফ সবার আগে নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। এরপরও বিপিএলের শেষদিকের লড়াইয়ে দলে কোনো খুঁত রাখতে চান সিলেট ম্যানেজম্যান্ট। তাই তো শেষ সমীকরণের আগেই সিলেটে যুক্ত হয়েছে পাকিস্তানের মোহাম্মদ ইমরান এবং আফগান তারকা গুলবাদিন নাবিদ। এই দুই জনের সংযুক্তির ফলে সিলেট স্ট্রাইকার্স এখন আরও পরাক্রমশালী হয়ে উঠেছে এমনটাই বিশ্বাস স্ট্রাইকার্স সমর্থকদের। 

নতুন দুই বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ানোর তথ্য আজ বুধবার (১ ফেব্রুয়ারি) জানায়  সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া বিভাগ।

গুলবাদিন নাইব বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন। সেখান থেকে তাকে দলে নিয়েছে সিলেট। অন্যদিকে, মোহাম্মদ ইরফানকে সরাসরি চুক্তিতে নিয়ে আসা হয়েছে সিলেটে।  এই দুই জনের আগমণে সিলেট শিবির আরও শক্তিশালী হয়েছে বলেই ধারণা স্ট্রাইকার্স ভক্তদের। 

সিলেট স্ট্রাইকার্স ১০ ম্যাচ ৮ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে।

এদিকে শেষ হয়েছে বিপিএলের সিলেট পর্ব। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) শেষ ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএলের এই আসরের সিলেটের আয়োজন। সেমি ফাইনাল, ফাইনাল হবে ঢাকার স্টেডিয়ামে। 

আই নিউজ/এইচএ 

Eye News YouTube Video

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী | Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়