Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:২১, ১১ ফেব্রুয়ারি ২০২৩

বিপিএলে প্রকাশ্যে ধূমপান করে আলোচনায় সুজন 

বাংলাদেশ ক্রিকেট অঙ্গণে বাংলাদেশ ক্রিকেট দলকে জড়িয়ে আলোচনা, সমালোচনা আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ট্রলের আরেক যেন বিসিবির প্রধান নির্বাচন খালেদ মাহমুদ সুজন। এবার বিপিএল খেলা চলাকালীন সময়ে প্রকাশ্যে ধূমপান করে জোর সমালোচনার মুখে পড়েছেন খুলনা টাইগার্সের এই প্রধান কোচ। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বরিশালের দেয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে খুলনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের মোকাবিলায় ব্যাট করছিল খুলনা টাইগার্স। এমন সময় ড্রেসিংরুমের একটি দৃশ্য হঠাৎ ধরা পড়ে ক্যামেরায়। যেখানে দেখা যায় প্রকাশ্যে ধূমপান করছেন খুলনার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। তার পাশে, সামনে-পিছনে দাঁড়িয়ে আছেন খেলোয়াড়সহ দলের আরও অনেকেই। 

যদিও বিপিএলে এমন ঘটনা নতুন কিছু নয়। গত আসরে মাঠের মধ্যেই প্রকাশ্যে ধূমপান করেছিলেন আফগানিস্তানের ব্যাটার মোহাম্মদ শেহজাদ। এমন আচরণ, ক্রিকেটের কোড অব কন্ডাক্টের বাইরে থাকায় তাকে সেবার শাস্তিও পেতে হয়েছিল।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুৃন

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়