Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:০৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

ফাইনালের আগে দাম কমল বিপিএলের টিকিটের 

বিপিএলের টিকিট

বিপিএলের টিকিট

দেখতে দেখতে শেষ হয়ে আসছে বিপিএলের নবম আসরের খেলা। ফাইনালের পথে হাঁটছে লড়াইয়ে টিকে থাকা শেষ চারটি দল। এরিমাঝে শোনা গেল ধ্বস নেমেছে বিপিএলের টিকিটের দামে। চলতি আসরে হঠাৎ করেই এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচের আগে টিকিটের মূল্য বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দুই দিনের মাথায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের আগে আবার টিকিটের মূল্য অর্ধেক কমানো হয়েছে। 

রোববার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক বিবৃতির মাধ্যমে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিটের মূল্য প্রকাশ করে বিসিবি। 

নতুন ঘোষণা অনুযায়ী সর্বনিম্ন ১০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ডে এবং ২০০ টাকায় নর্থ ও সাউথ স্ট্যান্ড থেকে খেলা দেখা যাবে। ক্লাব হাউজের টিকিটের মূল্য ৩০০ টাকা। সর্বোচ্চ ১০০০ টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করা যাবে। এছাড়া ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য ১০০০ টাকা ধরা হয়েছে।

এর আগে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারে টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৩০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ছিল ৪০০ এবং  ক্লাব হাউজ ছিল ৮০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড-ভিআইপি স্ট্যান্ড ছিল যথাক্রমে ২০০০ ও ১৫০০ টাকা। গত ১১ ফেব্রুয়ারি নতুন ওই মূল্য তালিকা ঘোষণা করা হয়। এরপর সেই বিবৃতি কেবল গতকালের দুই ম্যাচে বাস্তবায়ন হয়েছিল।

আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে লড়বে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। এ ম্যাচের টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে। সোমবার ও মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়