Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৪:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

পাকিস্তানের লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পরায় শাস্তি 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই হেলমেট পরেই পিএসএল লিগে মাঠে নেমে যান নাসিম শাহ। ছবি- NDTV Sports

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই হেলমেট পরেই পিএসএল লিগে মাঠে নেমে যান নাসিম শাহ। ছবি- NDTV Sports

মাত্রই শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট (বিপিএল) এর নবম আসরের। সিলেটকে হারিয়ে এ আসরের চ্যাম্পিয়ন দল হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু বাংলাদেশি ক্লাব কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপিএলের হ্যালমেট পরে পাকিস্তান সুপার লি্গে (পিএসএল) খেলে শাস্তির মুখে পড়েছেন পাক ক্রিকেটার এই সময়ের অন্যতম গতিদানব নাসিম শাহ। 

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন পাকিস্তানি রিক্রুট নাসিম শাহ। বিপিএল যখন শেষের দিকে তখনি শুরু হয় ক্রিকেটের আরেক বড় আসর পিএসএল। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন মৌসুম শুরুর কারণে প্লে-অফের আগেই নিজ দেশে ফিরে গিয়েছিলেন ডানহাতি এই পেসার।

তবে পিএসএলের শুরুতেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কারণেই সমালোচনার মুখে পড়েছেন নাসিম। গ্রুপ পর্বে মুলতান সুলতানের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ে কুমিল্লার হেলমেট পরেই নেমে পড়েছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ২০ বছর বয়সী এই ক্রিকেটার।

‘ভুল হেলমেট’ পরে ব্যাটিং করতে মাঠে নামার কারণে নাসিমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ জন্য তার ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেছে পিসিবির ডিসিপ্লিনারি কমিটি।

ডানহাতি এই তরুণ পেস বোলার পাকিস্তানের জার্সিতে তিন ফরম্যাটেই অভিষেক হয়ে গেছে। এরই মধ্যে ১৫ টেস্ট, ৫ ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। যেখানে মোট ৭৪ উইকেট শিকার করেছেন এই গতিদানব।

সূত্র : ক্রিকট্র্যাকার

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়