Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ১৭ মে ২০২৩

১৩ বছর পর ফাইনালে ইন্টার মিলান

ফাইনাল নিশ্চিতের পর ইন্টার মিলানের তারকা ফুটবলার লাওতার মার্টিনেজ। ছবি- এএফপি

ফাইনাল নিশ্চিতের পর ইন্টার মিলানের তারকা ফুটবলার লাওতার মার্টিনেজ। ছবি- এএফপি

ইন্টার মিলান শেষবার ফাইনালের মঞ্চে উঠেছিল ১৩ বছর আগে। এরপর দীর্ঘ ১৩ বছর শিরোপার এতো কাছাকাছি যেতে পারে নি দলটি। তবে টানা দুই ম্যাচ এসি মিলানকে হারিয়ে ১৩ বছরের এই খরা কাটিয়েছে আর্জেন্টাইন তারকা লাওতারো মার্টিনেজের এই দলটি। এসি মিলানের বিপক্ষে টানা দুই লেগ জিতে ১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল ইন্টার মিলান।

মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে এসি মিলানের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ইন্টার মিলান। দলের জয়ে একমাত্র গোলটি করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লাওতারো মার্টিনেস।

এর আগে প্রথম লেগে ২-০ ব্যবধানে জিতেছিল ইন্টার। এবার এক গোলে জিতে মোট ৩-০ গোলের অগ্রগামিতায় প্রতিযোগীতার ফাইনালে জায়গা করে নিয়েছে সিমোনে ইনজাগির দল।

এর আগে ২০০৯-১০ মৌসুমে শেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল ইন্টার মিলান। সেবার শিরোপাও জিতেছিল তারা। মাঝে কেটে গেল এতগুলো বছর। দীর্ঘ সময় পর অবশেষে ফের ইউরোপসেরার শিরোপার মঞ্চে খেলবে ইন্টার মিলান।

এবারের আসরের আরেক সেমিফাইনালে আজ বুধবার (১৭ মে) রিয়াল মাদ্রিদ ও ম‍্যানচেস্টার সিটি লড়বে। এই ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে ইন্টার মিলানের।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়