Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ০০:২৫, ৯ জুন ২০২৩

আফগানিস্তান সিরিজেই ফিরবেন সাকিব!

সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। ইনজুরির কারণে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। সম্প্রতি ইনজুরি আক্রান্ত আঙুলে একটি এক্স-রে করিয়েছেন সাকিব এবং রিপোর্ট ভালো এসেছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বৃহস্পতিবার (৮ জুন) সাংবাদিকদের বলেন, ‘এক্স-রে রিপোর্ট বেশ ভালো। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সাকিব ফিরতে পারবে বলে আমরা আশবাদী।’

তিনি আরও বলেন, ‘সে (সাকিব) যদি ফিরতে চায় তাহলে তাকে ফিট থাকতে হবে। এটি তার জন্য বড় চ্যালেঞ্জ। তার আঙুলের চিড় খুব বেশি সমস্যার ছিল না। কিছু দিনের মধ্যেই পুনর্বাসন শুরু করবেন তিনি।’

টেস্ট দলে না থাকলেও ইতোমধ্যে ক্যাম্পে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন সাকিব। গত দু’দিন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে কথা বলতে দেখা গেছে সাকিবকে।

আইনিউজ/ই.উ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়