Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৯, ১১ জুন ২০২৩

শেষ পর্যন্ত ফরাসি ওপেনের ট্রফি উঁচিয়ে ধরলেন জোকোভিচ

ম্যাচের শুরুটা কাসপের রুডের হয় দুর্দান্ত। প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে, ৩-০ গেমে এগিয়ে দারুণ কিছুর আভাস দেন তিনি। তবে, তার ওই দাপুটে পারফরম্যান্সের বলা যায় ওখানেই শেষ। অভিজ্ঞতার আলোকে ঘুরে দাঁড়ালেন নোভাক জোকোভিচ, একটু একটু করে বিস্তার করলেন আধিপত্য। শেষ পর্যন্ত সরাসরি সেটের জয়ে ফরাসি ওপেনের ট্রফি উঁচিয়ে ধরলেন সাবেক নাম্বার ওয়ান।

প্যারিসে রোলাঁ গাঁরোয় রোববারের ফাইনালে ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫ গেমে জিতে নতুন উচ্চতায় উঠলেন জোকোভিচ। রাফায়েল নাদালকে টপকে পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি একার করে নিলেন তিনি, ২৩টি।

চোটের কারণে ক্লে কোর্টের রাজা এবার তার প্রিয় এই টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। তাতে জোকোভিচের পথটা আরও সহজ হয়ে যায়। দারুণ ফর্মেও ছিলেন তিনি। টানা ২০ ম্যাচ জয়ের আত্মবিশ্বাসে ফাইনালে খেলতে নেমে কখনও কোনো গ্র্যান্ড স্ল্যাম না জেতা প্রতিপক্ষকে কোনো সুযোগই দিলেন না তিনি।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়