Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৯, ১৩ জুন ২০২৩

এমবাপ্পেও থাকছেন না পিএসজিতে!

কাতারি মালিকের অধীনে যেন তারার হাট বসেছিলো পিএসজিতে। এবার ভাঙন শুরু হয়েছে সেই হাটে, মেসি চলে গেছেন ক্লাব ছেড়ে, গুঞ্জন আছে নেইমারও ছাড়তে পারেন পিএসজি। এবার যেন আরও এক ধাক্কা খেলো পিএসজি। দলের বড় তিন কান্ডারির আরেকজন কিলিয়ান এমবাপ্পেও আর থাকতে চান না পিএসজিতে।

দ্য মিররের এক প্রতিবেদনে জানা যায়, ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপজয়ী এমবাপ্পে সোমবার (১২ জুন) পিএসজি কর্তৃপক্ষকে চিটি দিয়ে ২০২৪ এর পর আর চুক্তি না বাড়ানোর কথা জানিয়েছেন।  

এদিকে এমবাপ্পের ঐ চিঠির কথা ফাঁস করেছে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ। এই ঘটনায় ক্লাব ও এমবাপ্পে উভয়ই নিজেদের প্রতারিত মনে করছে বলেও জানা গেছে। আর সংবাদ ফাঁস হওয়ায় এমবাপ্পেও বড্ড খেপেছে ক্লাব কর্তৃপক্ষের। ক্লাবের সঙ্গে এমন মনোমালিন্যের পর এবারও ক্লাব ছাড়তে পারেন এমনও শোনা গেছে।

এমবাপ্পের পরবর্তী গন্তব্য হিসেবে রিয়াল মাদ্রিদকেই ধারণা করা হচ্ছে এই মুহুর্তে। এর পেছনে সবচেয়ে বড় কারণ রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ অনেক আগে থেকেই এমবাপ্পেকে নিজেদের দলে চাচ্ছেন। গট মৌসুমেই প্রায় চুক্তি হয়েই গিয়েছিলো, তবে শেষ মূহুর্তে এসে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন এমবাপ্পে।

এদিকে, রিয়ালের সবচেয়ে বড় তারকা স্ট্রাইকার করিম বেনজেমা ইতোমধ্যে ক্লাব ছেড়ে যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে। রিয়ালের এখন একজন পূর্নাঙ্গ স্ট্রাইকার প্রয়োজন, সেখানে এমবাপ্পের বিকল্প অন্য কেউ হবে না।

আইনিউজ/ই.উ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়