Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

স্পোর্ট প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৫, ২২ জুন ২০২৩

২ গোলে হেরে সাফ শুরু বাংলাদেশের

ফাইল ছবি

ফাইল ছবি

এবছর অনেক স্বপ্ন আর মিশন নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের আসরে অংশ নিয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল। কিন্তু লেবাননের বিপক্ষে আসরের প্রথম ম্যাচেই ২ গোলে হেরেছে বাংলাদেশ। ফলে হার দিয়ে গেমস শুরু হওয়ার অভিজ্ঞতাটি আবারও বাংলাদেশকে নিতে হলো। 

লেবাননের বিপক্ষে প্রথমার্ধ গোলশূন্য সমতায় হলেও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশ হারে ২-০ গোলে।

এবছর সাফ অনুষ্ঠিত হয়েছে পার্শবর্তী ভারতে। দেশটির ব্যাঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার (২২ জুন) ম্যাচে প্রথমার্ধে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। শুরু থেকেই রক্ষণ জমাট রেখে খেলছে লাল-সবুজ জার্সিধারীরা। লেবানন একটা-দুটো সুযোগ তৈরি করলেও পোস্টের নিচে আনিসুর রহমান ছিলেন দেয়াল হয়ে। ওই অর্ধে প্রধমার্ধে লেবাননকে গোল করতে দেয়নি বাংলাদেশ। গোলশূন্য সমতার স্বস্তি নিয়ে বিরতিতে যায় জামাল ভূঁইয়ারা।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের অর্ধে টানা আক্রমণ চালায় লেবানন। ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত গোল হজম না করা বাংলাদেশ শেষ ১৭ মিনিটে দুই গোল হজম করে। ৭৯ মিনিটে তারিক কাজীর ভুলে প্রথম হজম করে বাংলাদেশ। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে বাংলাদেশ হজম করে আরেক গোল। লেবাননের গোলদাতা হাসান মাতুক ও খলিল বাদির।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), জামাল ভূঁইয়া (অধিনায়ক), তপু বর্মন, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, বিশ্বনাথ ঘোষ, তারিক রায়হান কাজী, মো. সোহেল রানা, ইসা ফয়সাল, সোহেল রানা, মজিবর রহমান জনি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়