Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২০ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ২৬ জুন ২০২৩

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টাইন যুবারা 

বিশ্বকাপে হেরে নক আউট পর্ব থেকেই বিদায় নিয়েছিল ব্রাজিল। সেই রোগে যেন ধরেছেন ব্রাজিল অনুর্ধ্ব ১৭ ফুটবল দলকেও। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ইসরায়েলের বিপক্ষে হেরে নকআউট পর্ব থেকে বিদায় নিয়েছে হলুদ জার্সির দলটি।  এবার ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দল ফুটসাল ফাইনালে হারল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার যুবাদের বিপক্ষে। 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে সেলেসাওদের ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। প্রথমবার ঘরে তুলেছে অনূর্ধ্ব-১৭ ফুটসাল শিরোপা। 

প্রথম ওই শিরোপা জিততে দারুণ কামব্যাক করতে হয়েছে আকাশি-সাদা জার্সির ফুটসাল খেলোয়াড়দের। ম্যাচের ১২ মিনিটে ব্রাজিল লিড নিয়ে শিরোপার পথে এগিয়ে যায়। প্রথমার্ধে ওই গোলেই লিড নিয়ে শেষ করে তারা। 

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা জোড়া গোল করে শিরোপা ঘরে তুলেছে। আর্জেন্টিনার বেতোন্নি গোল করে দলকে সমতায় ফেরান। টান টান উত্তেজনা শুরু হওয়া ম্যাচে শেষ বাঁশির পাঁচ মিনিট আগে গোল করে শিরোপা উৎসব করে তরুণ আর্জেন্টাইন ফুটসাল খেলোয়াড়রা। 

প্যারাগুয়েতে অনুষ্ঠিত এই আসরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভেনেজুয়েলা ৫-১ গোলে কলম্বিয়াকে হারিয়েছে। এছাড়া প্যারাগুয়েকে ৫-২ গোলে হারিয়ে চতুর্থ স্থান অধিকার করেছে পেরু।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়