Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ৩১ আগস্ট ২০২৩

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন সাকিব 

পুরোনো ছবি

পুরোনো ছবি

আজ শ্রীলঙ্কার ক্যান্ডিতে স্বাগতিকদের বিপক্ষের ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ ২০২৩ আসরের সফর শুরু হচ্ছে। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শুরু হবে খেলাটি। এর আগে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান এবং তিনি প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠলেও এখনো শিরোপার স্বাদ পায়নি বাংলাদেশ। শিরোপার বন্ধ্যত্ব ঘোচানোর মিশনে জয় দিয়ে আসর শুরু করতে উদগ্রীব অধিনায়ক সাকিব দেশ ছাড়ার আগে বলেছিলেন, ‘এই মুহূর্তে আমরা শুধু এশিয়া কাপ নিয়েই ভাবছি এবং বিশেষ করে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়েই আমাদের সব পরিকল্পনা।

যদিও বাংলাদেশের পরিকল্পনা কিছুটা ধাক্কা খেয়েছে উইকেটকিপার ব্যাটার লিটন দাস ছিটকে পড়ায়। ইনজুরির কারণে এশিয়া কাপের দল ঘোষণার আগেই ছিটকে গেছেন তামিম ইকবাল। বাংলাদেশের ব্যাটিংয়ে আশা দেখাচ্ছিলেন লিটন। তবে জ্বরের কারণে প্রথম দফায় দলের সঙ্গে শ্রীলঙ্কার বিমান ধরতে পারেননি তিনি। এরপর ধারণা করা হচ্ছিল, এশিয়া কাপের প্রথম ম্যাচে না খেললেও বাকি ম্যাচগুলো খেলতে পারবেন। তবে সেটাও সম্ভব হলো না।

শ্রীলঙ্কান দলেও আছে খেলোয়াড়দের টানাপোড়ন। টুর্নামেন্ট শুরুর আগ ইনজুরির কারণে খেলতে পারছেন না তারকা লেগ-স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সদ্য সমাপ্ত লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং উইকেট শিকারি ছিলেন হাসারাঙ্গা। এছাড়া ইনজুরির কারণে দলের মূল পেস ইউনিটকেও পাচ্ছে না সহ-আয়োজক দেশটি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়