Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৭:২৯, ১৮ মে ২০২৪

চেন্নাই বনাম বেঙ্গালুরু লাইভ স্কোর

আজকের ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাই বনাম বেঙ্গালুরু লাইভ স্কোর। যারা আজকের লাইভ খেলা দেখতে আগ্রহী তারা এখান থেকে সরাসরি দেখতে পারবেন। আরো অন্যান্য তথ্যগুলো জানতে হলে শেষ পর্যন্ত আমাদের প্রতিবেদন করুন।

আইপিএল খেলার প্রায় শেষ পর্যন্ত এসে গিয়েছে। আর অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ধরনের নক আউট পর্বগুলো। কারণ যাদের পয়েন্ট টেবিলে এগিয়ে রয়েছে এবং যারা পয়েন্ট টেবিলে পিছিয়ে রয়েছে। আর সেই দল যদি হেরে যাচ্ছে এবার তারা চূড়ান্তভাবে বাদ পড়ছে ২০২৪ আইপিএল থেকে। তাই আজকের এই খেলার পরিসংখ্যান সম্পর্কে জানা বেশি গুরুত্বপূর্ণ। চলুন আজকে আমরা এই পরিসংখ্যান গুলো দেখে নেই। 

আজকে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে তা হচ্ছে চেন্নাই এবং বেঙ্গালুরু। দুই দলের পরিসংখ্যানে হিসাব করলে প্রায় সমান সমান পারফরম্যান্স করেছে ইতি পূর্বের আইপিএলের ম্যাচগুলোতে। কিন্তু ২০২৪ সালের এই দুই দলের মধ্যে যতগুলো ম্যাচ হয়েছে তার মধ্যে জয়লাভ করেছে চেন্নাই। পয়েন্ট টেবিল রয়েছে চেন্নাই সুপার কিংস। যদি আজকের ম্যাচে ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে সিটকে পড়ে যেতে পারে ২০২৪ সালের আইপিএল আসর থেকে। তাই এই খেলাটি দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং অপেক্ষা করুন কে জয় লাভ করে আর কে হেরে যায়।

চেন্নাই বনাম বেঙ্গালুরু লাইভ স্কোর

অন্য সকল দিনের মতো আজকেও এই খেলা শুরু হবে বাংলাদেশ সময় অনুসারে রাত ৮টা থেকে। কালকে সকল দর্শকরা এই খেলা সরাসরি দেখবেন। তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের পর এখান থেকে সরাসরি উপভোগ করে নিতে পারবেন।

লাইভ খেলা দেখার পাশাপাশি আমরা এখান থেকে এখন দেখে নেব খেলোয়ারদের তালিকা। কেননা এই দুইটি দলের স্কোয়াডের ব্যাপক পার্থক্য করা হয়েছে। যেমন চেন্নাই থেকে পারফরম্যান্স করবে না মোস্তাফিজুর রহমান। আবার অন্যদিকে বিপরীত দিকে খেলবে না বেশ কয়েকজন। আজকের এই স্কোয়াড তালিকা দেখে নিন।

চেন্নাই সুপার কিংস খেলোয়াড়দের তালিকা 

রুতুরাজ গায়কোয়াড়
ডান হাতি ব্যাটসম্যান

রাজবর্ধন হাঙ্গারগেকার
মিডিয়াম পেস ডান হাতি বোলার

মুকেশ চৌধুরী
মিডিয়াম পেস বাম হাতি বোলার

ডারিল মিচেল
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

শাইক রশীদ
ডান হাতি ব্যাটসম্যান

অজিঙ্কা রাহানে
ডান হাতি ব্যাটসম্যান

অজয় মণ্ডল
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

মঈন আলী
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

নিশান্ত সিন্ধু
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

মিচেল স্যান্টনার
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

সমীর রিজভী
ডান হাতি ব্যাটসম্যান

মহেন্দ্র সিং ধোনি
ডান হাতি ব্যাটসম্যান

রচিন রবীন্দ্র
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

রবীন্দ্র জাদেজা
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

শারদুল ঠাকুর
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

সিমারজিৎ সিং
ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

মুস্তাফিজুর রহমান
ফাস্ট মিডিয়াম বাম হাতি বোলার

আরেভেলি অবনীশ রাও
বাম হাতি ব্যাটসম্যান

ডেভন কনওয়ে
বাম হাতি ব্যাটসম্যান

শিবম দুবে
বাম হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

মহেশ তীক্ষণ
অফ স্পিন ডান হাতি বোলার

দিপক চহর
মিডিয়াম পেস ডান হাতি বোলার

মাথিশা পাথিরানা
ফাস্ট ডান হাতি বোলার

তুষার দেশপাণ্ডে
মিডিয়াম পেস ডান হাতি বোলার

প্রশান্ত সোলাঙ্কি
লেগ স্পিন ডান হাতি বোলার

বেঙ্গালুরু খেলোয়াড়দের তালিকা 

সৌরভ চৌহান
ডান হাতি ব্যাটসম্যান

টম কুরান
ডান হাতি ব্যাটসম্যান • ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

অনুজ রাউত
বাম হাতি ব্যাটসম্যান

ফাফ দু প্লেসিস
ডান হাতি ব্যাটসম্যান

গ্লেন ম্যাক্সওয়েল
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

সুয়াশ প্রভুদেশাই
ডান হাতি ব্যাটসম্যান

বিরাট কোহলি
ডান হাতি ব্যাটসম্যান

ক্যামেরন গ্রীন
ডান হাতি ব্যাটসম্যান • ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

রজত পাতিদার
ডান হাতি ব্যাটসম্যান

মহীপাল লোমরর
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

উইল জ্যাকস
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

মনোজ ভ্যান্ডেজ
বাম হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

মায়াঙ্ক দাগার
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

মোহাম্মদ সিরাজ
মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

সোয়াপনিল সিং
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

লকি ফার্গুসন
ফাস্ট ডান হাতি বোলার

হিমাংশু শর্মা
লেগ স্পিন ডান হাতি  বোলার

বিজয়কুমার বৈশক
মিডিয়াম পেস ডান হাতি বোলার

দিনেশ কার্তিক
ডান হাতি ব্যাটসম্যান

রাজন কুমার
মিডিয়াম ফাস্ট বাম হাতি বোলার

কর্ণ শর্মা
লেগ স্পিন ডান হাতি বোলার

যশ দয়াল
মিডিয়াম ফাস্ট বাম হাতি বোলার

আকাশ দীপ
মিডিয়াম পেস ডান হাতি বোলার

আলজারি জোসেফ
ফাস্ট ডান হাতি বোলার

এই প্রতিবেদনে আপনারা দেখলেন আইপিএলের চেন্নাই বনাম বেঙ্গালুরু লাইভ স্কোর। আরো অন্যান্য লাইভগুলো উপভোগ করার জন্য অবশ্যই আমাদের খেলা খবর কলাম পড়বেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়