Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২২, ১১ জুন ২০২৪

এখনো যেভাবে সুপার এইটে যেতে পারে বাংলাদেশ 

সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র ৪ রানে হারে বাংলাদেশ। ছবি- ESPN

সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র ৪ রানে হারে বাংলাদেশ। ছবি- ESPN

টি-২০ বিশ্বকাপের এবারের আসরে প্রথম ম্যাচ লঙ্কানদের হারিয়ে জয় দিয়ে শুরু করলেও, দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র ৪ রানের আক্ষেপে ভরা হারে পিছিয়ে পড়েছে টাইগাররা। তবে, এখনো বাংলাদেশের হাতে রয়েছে সুপার এইটের লড়াইয়ে ওঠার। সহজ দুইটি সমীকরণ মেলালেই সুপার এইটে খেলতে পারবে বাংলাদেশ। 

প্রোট্রিয়াদের বিপক্ষে মাত্র ৪ রানে হেরেছে বাংলাদেশ। এই হারে গ্রুপ সেরা হয়ে এরিমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। অন্যদিকে, গ্রুপ পর্বে বাংলাদেশের এখানো ম্যাচ বাকি আছে দুইটি ম্যাচ। যেখানে ১৩ মে প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবং ১৭ মে প্রতিপক্ষ নেপাল।

নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে  ম্যাচ দুটিতে জিতলেই সুপার এইট নিশ্চিত হবে নাজমুল হোসেন শান্তদের। আর যদি একটি ম্যাচে হেরে যায় ও  একটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে, তখন রান রেটের মারপ্যাচে পড়তে হবে। তাই দুটি ম্যাচে প্রত্যাশিত সাফল্য পেতেই চেষ্টা করবে বাংলাদেশ। 

গ্রুপ ‘ডি’ থেকে টানা তিন ম্যাচে জয় তুলে দক্ষিণ আফ্রিকা সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে। গ্রুপ সিডিংয়ে তাই চ্যাম্পিয়ন হিসেবে ‘ডি’ থেকে সুপার এইটে যাবে তারা। আর বাংলাদেশ যদি সুপার এইটে যায় তাহলে ‘ডি’ থেকে রানার্সআপ হিসেবে যাবে। গত দুই আসরের মত পূর্ব নির্ধারিত সিডিং অনুযায়ী ঠিক হবে সুপার এইটের গ্রুপ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়