Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৯, ১৩ জুন ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভাগ্য ফিরবে কি বাংলাদেশের?

ছবি- অনলাইন থেকে

ছবি- অনলাইন থেকে

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের ভেন্যুতে আয়োজিত এবারের টি-২০ বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের স্লো উইকেটে এক ম্যাচ জিতে বিশ্বকাপের আসর শুরু করা বাংলাদেশ হেরেছে পরের ম্যাচেই। এবার নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে উইন্ডিজে অবস্থান করছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের আর্নস ভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশের সমর্থকদের আজ একটাই চিন্তা, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয়ের দেখা পাবে কি বাংলাদেশ। 

বৃহস্পতিবার (১৩ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নাজমুল শান্তরা। যে ম্যাচে জিতলে সুপার এইটের টিকিট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

তবে যুক্তরাষ্ট্রের মতো আর্নস ভালে স্টেডিয়ামের উইকেট নিয়েও ধাঁ ধাঁ থেকে যাচ্ছে। কারণ এই মাঠে ক্যারিয়ারের শুরুর দিকে সাকিব ও মাহমুদউল্লাহরা খেলার সুযোগ পেয়েছিলেন। এরপর বাংলাদেশ দল অনেকবার ওয়েস্ট ইন্ডিজ সফর করলেও সেন্ট ভিনসেন্টে খেলা হয়নি। যে কারণে সাকিব-রিয়াদের ধুঁলো জমা স্মৃতি ছাড়া ভিনসেন্টে খেলার অভিজ্ঞতা এই দলের আর কারো নেই।

পিচ রিপোর্ট থেকে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের উইকেটের সাধারণ চরিত্র অনুযায়ী েই ভেন্যুর উইকেটও শুষ্ক হবে। পাশেই যেহেতু সমুদ্র আছে, গরম থাকবে। আকাশ পরিষ্কার থাকায় বাতাসের আধিক্য থাকবে। যে কারণে উইকেট স্পিন সহায়ক হতে পারে। তবে ফ্রেশ উইকেট হওয়ায় শুরুতে পেসাররা সহায়তা পেতে পারেন।

শুষ্ক উইকেট হলেও যুক্তরাষ্ট্রের ডালাস কিংবা নাসাউ কাউন্টি গ্রাউন্ডের মতো অতো ধীর ও বল নিচু হয়ে আসা উইকেট নয় ভিনসেন্টে। ফ্রেশ উইকেট হওয়ায় বোলারদের সঙ্গে কিছু সুবিধা ব্যাটারাও পাবে। উইকেট অনুযায়ী, বড় রানের ম্যাচ না হওয়ায় সম্ভাবনা বেশি। অর্থাৎ ১৫০-১৭০ হতে পারে ভালো রান। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়