Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ জানুয়ারি ২০২৬,   পৌষ ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:২৬, ১১ জানুয়ারি ২০২৬

প্রথমবার মেয়েদের একাডেমি চ্যাম্পিয়নশিপ বাফুফের

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের ফুটবলের তৃণমূল উন্নয়নকে আরও শক্তিশালী করতে প্রথমবারের মতো মেয়েদের একাডেমি চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ২০২৪ সালে সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ফুটবল একাডেমিগুলোকে এক ছাতার নিচে এনে প্রথমবারের মতো বিএফএফ একাডেমি চ্যাম্পিয়নশিপ আয়োজন করে বাফুফে। সেই আসরে ২৪টি জোনে মোট ১৬৮টি একাডেমি অংশগ্রহণ করেছিল। এবার সেই প্রতিযোগিতাকে আরও বড় পরিসরে আয়োজনের লক্ষ্য নিয়েছে সংস্থাটি। নতুন মৌসুমে একাডেমির সংখ্যা বাড়িয়ে ৩০০-তে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ডেভেলপমেন্ট কমিটির ষষ্ঠ সভা শেষে কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী জানান, এবারের একাডেমি চ্যাম্পিয়নশিপ হবে ছেলে ও মেয়ে উভয় বিভাগেই। তিনি বলেন, “বিচ্ছিন্নভাবে নয়, দেশের সব নিবন্ধিত একাডেমিকে একটি সুসংগঠিত কাঠামোর মধ্যে নিয়ে আসাই আমাদের লক্ষ্য। মেয়েদের একাডেমি চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্ব থাকবে বাফুফের নারী উইংয়ের ওপর। প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।”

বাফুফের ধারণা অনুযায়ী, বর্তমানে দেশে নারীদের ফুটবল একাডেমির সংখ্যা সর্বোচ্চ ৩০টির মতো হতে পারে। এর মধ্যে ২৫টির বেশি একাডেমিকে প্রথম আসরেই অন্তর্ভুক্ত করার প্রত্যাশা করছে ফেডারেশন। বাফুফে কর্মকর্তাদের মতে, এই উদ্যোগ নারীদের ফুটবলে একটি বড় মাইলফলক হয়ে উঠবে এবং ঋতু পরবর্তী প্রজন্ম শামসুন্নাহার, সাবিনাদের মতো খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুধু একটি টুর্নামেন্টেই সীমাবদ্ধ থাকতে চায় না বাফুফে। ডেভেলপমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সারা বছর মাঠের ফুটবল সক্রিয় রাখতে প্রতি মাসে অন্তত একটি করে গ্রাসরুট কার্যক্রম আয়োজন করা হবে। এসব কার্যক্রমের মধ্যে থাকবে ফুটবল ক্লিনিক, ফুটবল ফেস্টিভ্যাল ও কমিউনিটি ভিত্তিক বিভিন্ন উদ্যোগ। এর মূল লক্ষ্য কিশোর ও তরুণ ফুটবলারদের নিয়মিত খেলার মধ্যে রাখা এবং তাদের উৎসাহিত করা।

অর্থায়নের ক্ষেত্রেও নতুন কৌশল গ্রহণ করতে যাচ্ছে বাফুফে। এতদিন তৃণমূল উন্নয়নে ফিফার ফান্ডের ওপর অতিরিক্ত নির্ভরতা থাকলেও, ২০২৬ সালকে সামনে রেখে স্থানীয় ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানকে স্পন্সর হিসেবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান নাসের শাহরিয়ার জাহেদী।

পাশাপাশি একাডেমিগুলোকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে জেলা ও আঞ্চলিক পর্যায়ে নিজস্ব স্পন্সর সংগ্রহে উৎসাহিত করবে বাফুফে। একই সঙ্গে ফেডারেশনের পক্ষ থেকে একাডেমিগুলোকে টেকনিক্যাল ও লজিস্টিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়